Powered By Blogger

Friday, March 21, 2025

বিচিত্রা ১১৬

কারো সাহায্য ছাড়া কিছু করা কঠিন, 
শারিরিক-মানসিক কষ্টের ও যন্ত্রণার, 
এ কথা সত্য।
কিন্তু কোনও কিছুই নয় অসম্ভব 
জেনো এ কথাও যথার্থ।

ইষ্টকাজে কাউকে বাধা দিয়ে 
আটকে রাখা যায় কিছুদিন, চিরদিন নয়। 
কিন্তু চিরদিনের জন্য ইষ্টের কাছে 
সে অপরাধী হয়।
(লেখা ২১শে মার্চ'২০২১)

দয়াল তোমায় আমি ভালোবাসি। 
এ জীবন দিলাম তোমায়।
তুমি যা বলবে তাই করবো আমি। 
(লেখা ২১শে মার্চ'২০২৪)

No comments:

Post a Comment