গোড়া কেটে আগায় জল’
বন্ধু! এই সংস্কৃতি চলবে আর কত!?
বন্ধু! এই সংস্কৃতি চলবে আর কত!?
____________________________
আমার ঠাকুর আমায় ডাকে;
শঙ্খ, চক্র, গদা, পদ্ম হাতে
আমার ঠাকুর আমায় ডাকে!
শঙ্খ, চক্র, গদা, পদ্ম হাতে
আমার ঠাকুর আমায় ডাকে!
তুমি কাঁদলে যে মন হয় ভারী
তোমার ডাকে গেলে আমায়
করতে হবে তাঁর সাথে আড়ি।
আমি কি তা পারি?
বলো, আমি ছাড়তে কি তাঁরে পারি?
আবার তোমায় ছাড়তেও আমি নারি!জীবন যদি যায় হারিয়ে
এমন প্রেমে কেন মরি!?
এখন কি করবো বলো?
প্রাণ যে হলহল!তাই তো বলি,
চলো, ঠাকুর বাড়ি চলো।
সেথায় থাকবো এক অঙ্গে,
ঠাকুর থাকবে মোদের সংগে; জীবন খুঁজে পাবে সেথায়
রামধনুরই সাত রঙা রঙে!!
______________________________________
উন্নতি আর দুর্নীতি দুই সৎ ভাই! বলছে,
হাত ধরাধরি ক'রে চলো যাই!!ভালো মানুষের মুখোশ পরে
তুমি কাকে দিচ্ছ ফাঁকি?বুকের মধ্যে তাকিয়ে দেখো,
সেথায় বসে কে যেন কিসব করছে আঁকিবুঁকি!!
তুমি বলো, ধোঁয়া তুলসী পাতা কেউ নয়।
আমি বলি, তুলসী পাতা নোংরা হ'লেও
সে তুলশি পাতা।
ধুয়ে নিলে আবার নারায়ণের পায়ে দেওয়া যায়।
বরং বলতে পারো বিছুটি পাতা।
যাকে ছুলেই পরে হয় ক্ষয়।
( লেখা ১১ই মার্চ'২০২৮)
No comments:
Post a Comment