ওদের কথায় কি আসে যায়,
ওরাই দিনের শেষে এসে
প্রভুর দয়ায় পড়বে যে পায়।
যা খুশী ওরা বলে বলুক।
ওরা দিনে যাদের কুৎসা ক’রে
বুকের জ্বালা মেটায়
আবার রাতে তাদের বন্ধু ক’রে
বিপদে ভিক্ষে চায়।
ওদের যেমন বুদ্ধি তেমন সিদ্ধি
প্রাপ্তিও ঘটে তাদের যে তায়
ওরাই দিনের শেষে এসে
প্রভুর দয়ায় পড়বে যে পায়।
যা খুশী ওরা বলে বলুক।
তোমরা নামপেয়ালা
হাতে পেয়েও যাদের বাপ বাপান্ত করো
তাদের কাছে কি পেলে তার
হিসাব কেন করো?
ওরা হলেও নগন্য নয় অমান্য
দয়াল জেনো ওদেরও চায়!
ওরাই দিনের শেষে এসে
প্রভুর দয়ায় পড়বে যে পায়।
যা খুশী ওরা বলে বলুক। প্রবি।
No comments:
Post a Comment