Powered By Blogger

Tuesday, March 18, 2025

বিচিত্রা ১১৪

মুক্ত মন মানে কি?
উলঙ্গ হ'য়ে দেখানো আছে কত রত্ন ধন!?
আর স্বাধীন? বুক বাজিয়ে দেখানো রিপু আমার নয়,
আমি কত রিপুর অধীন!?

গেঞ্জি গায়ে সৎসঙ্গে আছো বসে হ'য়ে গোঁসাই!
দেখে যেন মনে হয়, 
গোঁসাই রূপে বসে আছে স্বয়ং অনুকূল সাঁই!!
( লেখা ১৯শে মার্চ'২০১৮)

চতুর্দিকে ক্ষমতার এত দোর্দণ্ড প্রতাপ, 
দাপট আর ঔদ্ধত্বের তীব্র আস্ফালন! 
ঈশ্বর কি ধৃতরাষ্ট্র আর ঠুঁটো জগন্নাথ হ'য়ে বসে আছেন?

জানি না কাল সকাল কি নিয়ে অপেক্ষা করছে আমার জন্য। 
জানার ইচ্ছেও নেই। শুধু আক্ষেপ দয়াল তোমার জন্য 
কিছু করতে পারলাম না।
( লেখা ১৯শে মার্চ'২০২১)

No comments:

Post a Comment