সেই যে ১৯৪৭ সালে , দেশভাগের যন্ত্রণা নিয়ে বাবা চলে এসেছিলেন এই বাংলায়, সেদিন বাবার হাত ধ'রে এই বাংলায় চলে এসেছিল আমার জ্যাঠতুতো দাদারা। আমার বাবা জ্যাঠারা ছিল পাঁচ ভাই। বাবা ছিলেন সবার ছোটো। সব কথা এখন আর মনে পড়ে না। শুধু এটুকুই মনে আছে কি কঠিন পরিশ্রমে বাবা নিজের ছয় সন্তান সহ টলমল পরিবারেরকে মাথায় নিয়ে সমস্ত দাদাদের কিভাবে সক্রিয়ভাবে পাশে থেকে একে একে বসিয়ে দিয়েছিল ঘর। আর তারই পরিণামে দেখেছিলাম বাবার অন্তিম যাত্রায় তাঁদের বুকফাটা কান্না। সেদিন পরিণত যুবক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম সেই করুন দৃশ্য। ভুলে গেছিলাম আমরা ভাইয়েরা বাবার মৃত্যু শোক!!!!!! এই ছিল একান্নবর্তী পরিবারের মিলেমিশে থাকার হৃদয় নিংড়ানো আনন্দের ছবি। আজ আর সেই দিন নেই, নেই সেই ছবি। আছে শুধু বুকভরা হিংসা আর হাহাকার! হাহাকার আর হিংসা!!----প্রবি।
( লেখা ২২শে মার্চ'২০২২)
No comments:
Post a Comment