Powered By Blogger

Saturday, March 1, 2025

বিচিত্রা ১০১

এ কিসের ইঙ্গিত!?
পরিবারের সবাই মিলে দয়ালের দরবারে শয়তানি!!!!

দয়ালের দরবারে বসে দয়ালের সঙ্গে চালাকি!?
সেদিন আর দূর নয় নিয়তির ভয়ংকর হাসি
সাথে থাকতে হবে একাকি! সাবধান।

এতবড় মানুষ গিরগিটি!?
যা দেখে ভয় পায় স্বয়ং গিরগিটি!?


দয়ালের দরবারে খেলছো তুমি
ক্ষমতা দখলের নোংরা বিষাক্ত খেলা!?
বন্ধু! গুরুভাই!!
ভয়ংকর ভবিষ্যৎকে পাও না ভয়!?
যায় যে ব'য়ে বেলা!

ভালোবাসাকে দুর্বল মনে করো?
মনে করো, যে ভালোবাসে সেটা তার দায়?
তোমার অহঙ্কার আর ঔদ্ধত্বের সীমা নাই! হায়!!

দয়ালের দরবারে বসে যারা
বেঈমানি, নেমকহারামি, অকৃতজ্ঞতার চাষ করে
তাদের রক্তের দোষ না থাকলে সম্ভব নয়।
জৈবী সংস্থিতিতে ত্রুটি।
( লেখা ১লা মার্চ' ২০২১)


















































































.

























No comments:

Post a Comment