সত্যি আমার চিন্তা!
শব্দ মজুত হ'লেও
বোধের ঘরটা ল্যাংটা!!
শব্দ মজুত হ'লেও
বোধের ঘরটা ল্যাংটা!!
এই তো সেদিন আসরে
লোক দাঁড়িয়ে কাতারেপ্রকাশবাবু বক্তা হলেন
বিবেক হ'লেন যন্ত্রী
কাছা টেনে পিছন থেকে
কাঁপিয়ে দিল হৃদতন্ত্রী।
হচ্ছিলো কথা হাতি আর নিয়ে গাধা।
হাতি শুকিয়ে গাধা হ'লেও-বললাম,
গাধা শুকোলে কি হবে দাদা?
অকারণ কেন হতাশার ছবি শুধু আঁকো!?
পারো যদি হতাশার বুকেজীবনের সাঁকো আঁকো।
হতাশা মানে মৃত্যুকে আলিঙ্গন
আর দুঃখ দুঃখ ভাব মানে
এক ধরণের বড়লোকি বিলাসিতা
যা অবশেষে মৃত্যুকে করে আমন্ত্রণ।
এত হিংসা, মারামারি, এত ক্রোধ!
এর শেষ কোথায়!?
পথিক মুক্তির পথ খুঁজে মরে; বলে, মুক্তি কোথায়?
( লেখা ৮ই মার্চ'২০১৮)
সঞ্চালক ও অভিনেত্রী দেবী সাহা
অভিনেত্রী সায়নীর শিবলিঙ্গে কন্ডোম
পরানো ছবি পোষ্ট করাকে দোষের
ব'লে মনে করেন না!!
কি উন্নত বলিষ্ঠ মানসিকতা আহা!!
শিবলিঙ্গে কন্ডোম পরানো
বাংলার কৃষ্টি-সংস্কৃতি!? নাকি বাংলা ও বাঙালি
মানসিকতার বিকৃতি?
জয় শ্রীরাম স্লোগান!?
জয় শ্রীরাম রাজনৈতিক সম্পত্তি!?জয় শ্রীরাম বলা অপরাধ!?
ঈশ্বরপ্রেমীদের কাছে অনিরাপদ!?
এই মানসিকতা বাংলার সংস্কৃতি?
এই মানসিকতা বাংলার সংস্কৃতি?
রাজনীতির বক্তৃতা মঞ্চে
অন্তহীন অশ্লীল শব্দবাণ!
বাংলার সংস্কৃতি? ওষ্ঠাগত প্রাণ।( লেখা ৮ই মার্চ' ২০২১)
No comments:
Post a Comment