ছুটছে গরু ঝনঝনিয়ে
গলায় বেঁধে ঘন্টা।যাচ্ছো কোথায় হনহনিয়ে কোথায় বাঁধা মনটা!?
ভিকি! করছিস টা কি তুই, বল দেখি?
ঠাকুর ছাড়া জানবি বাকী সব ফাঁকি!!হাজার স্বপ্ন ভেঙে চুরমার হ'লে হ'ক না ক্ষতি কি!?
তোমার আমার স্বপ্ন কোথাহারিয়ে গেছে জানো কি?
ঐ দূর দিগন্তে, ঐ দূর দিগন্ত পারে
হানরে আঘাত, আঘাত হানা!!
তোমার আমার স্বাপ্ন যেথা মাথা খুঁড়ে মরে!
দেখো কিছু ক্ষত উল্লাসে নৃত্য করে
দেখো কিছু ক্ষত উল্লাসে নৃত্য করে
তোমার আমার স্বপ্নের টুঁটি টিপে ধ'র
তুমি জানো নাকি সে কি ভয়ঙ্কর!
কবে আবার উঠবে সে ঝড়?
ঝড় উঠুক, উঠুক তুফান;হানরে আঘাত, আঘাত হানা!!
ঝড় উঠুক, উঠুক তুফান
আর্য আঘাত হানরে হান;আর্য কৃষ্টির যা ব্যাঘাত
খড়্গে তোরা কর খান খান।
ঝড় উঠুক, উঠুক তুফান
আর্য আঘাত হানরে হান;আর্য কৃষ্টির যা ব্যাঘাত
খড়্গে তোরা কর খান খান।
( ৯ই মার্চ'২০১৮)
ফাঁকা মন, ভাঙা হৃদয়;
কি করি? কারে সুদয়!কেউ কি আছো? পারো দিতে সাড়া?
কেমনে বাঁচি? কারে নিয়ে বাঁচি?দয়াল কোথা তুমি? বাঁচা কি যায় তুমি ছাড়া!?
( ৯ই মার্চ'২০১৯)
No comments:
Post a Comment