মানুষ ও মানসিক সমস্যা ১ থেকে ১৫
মুখোমুখি ব'সে পারস্পরিক আলোচনায় তা মিটে যেতে পারে।
মুখোমুখি বসুন। চা খান। মন খুলে কথা বলুন।
খোলা মনে কথা বলুন। সমস্যা মিটে যাবে।
নিজেকে চিনুন। নিজের মনকে পড়ুন।
মনের ঘুণপোকাকে খুঁজে বের করুন।
তারপর তাকে আপোষহীনভাবে হত্যা করুন।
মানুষের মানসিক সমস্যার মূল কারণ তার অনিয়ন্ত্রিত মন।
তাকে নিয়ন্ত্রণ করুন। সমস্যা মিটে যাবে।
মানুষের যত সমস্যার আঁতুড় ঘর তার মন!
তাকে পরিস্কার করুন। বন্ধ দরজা জানালা খুলুন।
অক্সিজেন পাবেন।
মনের নোংরা সাফ করুন; তা অন্যের মনে ত্যাগ করবেন না,
তার নোংরাও আপনার মনে ত্যাগ করতে দেবেন না।
মনের বেয়াড়াপনাকে শাসন করো,
চুলকানি সারাও, বাড়তে দিও না। শান্তি পাবে। সম্মান পাবে।
অন্যের মনের আয়নায় নয়,
নিজেকে নিজের মনের আয়নায় দেখুন।
দেখতে পাবেন নিজের লুকোনো কুৎসিত মুখ।
যার সঙ্গ করলে মন নোংরা হ'য়ে যায়,
হ'য়ে যায় অপবিত্র তার সঙ্গ ক'রো না।
মানসিক সমস্যা থেকে মুক্তি পাবে।
মন উল্টালে নম, নম মানে নত হওয়া।
হয় শাতনের পায়ে নতুবা ভগবানের পায়ে নত হও।
অশান্তি-শান্তি তোমার হাতে।
মনের গলায় লাগাম পড়াও,
মনের পায়ে বাঁধো শেকল,
ঠুলি পড়াও মনের দু'পাশে
তারপর দৌড় করাও সঠিক নিশানায়।
মন কিসের ভান্ডার? অমৃতের? গুয়ের?
সুগন্ধ বা দুর্গন্ধ অনুযায়ী মানসিক সমস্যার
অবসান ও উত্তরণ।
মানুষের দাস মন নাকি মনের দাস মানুষ?
দাসানুযায়ী জীবন, জীবন অনুযায়ী সুখ-অসুখ শান্তি-অশান্তি।
মানুষ মানসিক সমস্যায় ভোগে
অসুস্থ ও দুর্বল মনের কারণে।
সুস্থ ও বলিষ্ঠ মন পেতে চাই
প্রভুর চরণ ও চলন।
মানসিক সমস্যা মুক্ত জীবন আর ঈশ্বর দর্শন সমার্থক।
সমস্যা মুক্ত হওয়ার একটাই উপায় হ'লো
প্রভুর নির্দেশ ও নিদেশ পালন।
( ৯ই মার্চ'২০২১)
No comments:
Post a Comment