Powered By Blogger

Sunday, March 2, 2025

বিচিত্রা ১০৩

বৃত্তি সুখে মাতাল হ'য়ে আছো তুমি বিন্দাস।
রিপুর তালে তাল মিলিয়ে ছুটছো বন্ধু, জিন্দা যেন লাশ!
এর পরেও করছো তুমি তাঁর আশীর্বাদের আশ!?

(লেখা ২রা মার্চ'২০১৮)

বন্ধু! ভুলে যেও না তোমার অউকাত।
অউকাত ভুলে দিয়ে লম্ফ মারছো ঝম্প;
কাল কবলের জাঁতাকলে হবেই
হবে কুপোকাৎ।

গুরুজনে শ্রদ্ধা করে না যে জন 
করে না সম্মান তাঁরে;
অশ্রদ্ধার বিষ বাষ্পে মরে সে
আর
মারে বংশ উজার ক'রে।প্রবি

বুকের মধ্যে অশ্রদ্ধার করছো চাষ, 
অনবরত হিংসার ফুল ফোটাচ্ছো মনে! 
হুল ফুটিয়ে ঢালছো তীব্র বিষ আর 
দিচ্ছো জয়ধ্বনি গুরুর নামে?

শব্দ নিয়ে করছো জাগলিং, 
দেখাচ্ছো প্রেম পীরিতের খেলা! 
কবিতায় তুলছো প্রেমের তুফান 
অন্য কথা কিন্তু জীবন তোমার 
বলছে শেষবেলা!!
( লেখা ৩রা মার্চ'২০১৮)































No comments:

Post a Comment