Powered By Blogger

Monday, March 17, 2025

বিচিত্রা ১১৩

মানুষের সবচেয়ে বড় মুর্খামি কি? 
ঈশ্বরের সাথে করে চালাকি!!
( লেখা ১৮ই মার্চ'২০২০)

ঈশ্বর বিশ্বাসী ধার্মিকদের রাজনীতির লোকেরা দুর্বল ভাবে। ভাবে এরা ভাবপ্রবণ, আবেগ সর্বস্ব। ভাব আর আবেগকে এরা দুর্বলতা মনে করে। মনে করে এরা কোনো কাজের না। সমাজ বা রাষ্ট্র গঠনের কাজ রাজনীতি বা রাজনৈতিক নেতার। কিন্তু ভারতের প্রাচীন ইতিহাস তা বলে না। ধর্মের ভিত্তির উপর দাঁড়িয়ে রাজনীতির উত্থান আর ঈশ্বর বিশ্বাসী ধার্মিক প্রকৃত রাজনৈতিক নেতা। রাজনীতির রাজনীতি ধর্মনীতি আর নেতার নেতা ধর্মনেতা। ধর্ম মানে স্বপারিপার্শ্বিক বাঁচা বাড়া। আর স্বপারিপার্শ্বিক বাঁচাবাড়ার নীতিই ধর্মনীতি। তাই ঈশ্বর বিশ্বাসী ধর্মীয় নেতাদের ভাবুক আবেগ সর্বস্ব দুর্বল ভাবা মূর্খতা। ভাব নেই, আবেগ নেই সেই নেতা সাক্ষাৎ শয়তান। ভাবুক আবেগ সর্বস্ব  সক্রিয় ও নিয়ন্ত্রিত মানুষ ভগবান। প্রবি।

দোলের দিনে আমার পরমপিতা দয়ালের কাছে আমি কি আর চাইতে পারি। শুধু দয়ালের কাছে আমার একান্ত চাওয়া হে দয়াল! সত্যি সত্যিই সবার বিবর্ণ ফ্যাকাসে জীবন রঙ্গীন ঝলমলে ক'রে দাও। আমার আন্তরিক প্রার্থনা তুমি পূরণ করো দয়াল।
( লেখা ১৮ই মার্চ'২০২২)

No comments:

Post a Comment