ঠিকটা দেখিয়ে দিয়ে ভুলকে বলতে হবে, বেশ!
ভুল এবার যা।
( লেখা ৩০শে মার্চ'২০১৮)
নেগেটিভ কথা, নেগেটিভ চিন্তা-ভাবনা, আলোচনা,
নেগেটিভ লেখা সর্বোপরি নেগেটিভ সংগ সঞ্চালনা
শরীর ও মনকে ক'রে তোলে বিষাক্ত।
সাবধান! এই সমস্ত বিষাক্ত ছোঁয়াছে রোগ থেকে
নিজেকে রাখো দূরে, হ'য়ো না আসক্ত।
ভাবছি বাঙালি কয় প্রকার?
১) হিন্দু বাঙালি, ২) মুসলিম বাঙালি, ৩) খ্রিস্টান বাঙালি ইত্যাদি নানা ধর্মের (?) বাঙালি। আবার ১) ঘটি বাঙালি ও ২) বাঙাল বাঙালি। আর এক নতুন প্রজাতির এক বাঙালির সন্ধান পাওয়া গেছে যা সুপ্তভাবে ফল্গুধারার মত ব'য়ে চলেছে বাঙালির মননে ও চিন্তনে!
তা হ'লো বহিরাগত বাঙালি!
শয়তান ভগবানের চেয়েও দেখতে সুন্দর
আর শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি
আর কথা তার বড়ই মধুর মেয়েলী!
সেই অলীক মোহিনি মায়ায় ফেঁসে
জীবন ক'রো না ধ্বংস। সাবধান!
( লেখা ৩০শে মার্চ'২০২১)
যেমন চলছে চলুক; স্রোত যেদিকে বইছে বইতে দাও।
স্রোতের বিপরীতে যেও না।
গেলেই বই পড়ে বই হ'য়ে যাওয়া লোকেরাই
তোমার বিরুদ্ধে যাবে।
আমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটবো
নাকি স্রোতের অনুকূলে গা ভাসাবো?
নাকি নিরাপদ দূরত্বে নিরপেক্ষ সেজে দাঁড়িয়ে থাকবো?
কোনটা? কোনদিকে যাবো?
আমরা সৎসঙ্গীরা ঠাকুরের বাণীকে হাতিয়ার ক'রে নিয়েছি,
আর, 'আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা'
মানসিকতায় চালাকির আশ্রয় নিয়েছি।
নিজেও কিছু করিনি অন্যকেও করতে দিইনি।
নিজেও কিছু করিনি অন্যকেও করতে দিইনি।
বিচারের ভার আপন হাতে তুলে নিও না ব'লে
ঘাই মেরে বিন্দাস গাছেরও খেয়েছি তলারও কুড়িয়েছি।
( লেখা ৩০শে' মার্চ'২০২৪)
No comments:
Post a Comment