Powered By Blogger

Friday, October 28, 2022

শাহরুখের কলকাতা শো।

 St. Xavier's College-এ

শাহরুখের কলকাতা শো।

'হ্যাপি নিউ ইয়ার' ফিল্মের ব্যপক ব্যবসায়িক সাফল্যের সেলিব্রেশনেই শহরে এসেছে টিম নিউ ইয়ার৷ কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে ফুর্তিতে ব্যস্ত বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ কিং খান!! 

দুষ্কৃতীর তান্ডব আর সন্ত্রাসের আগুনে

বাংলার মাটি যখন উত্তপ্ত, রক্তাক্ত

ঠিক তখন বাংলার অ্যাম্বাসাডর

শাহরুখ কিং খান  ‘হ্যাপি নিউ ইয়ার’

ফিল্মের প্রচারে কলকাতার

সেন্ট জেভিয়ার্সে ফুর্তিতে মত্ত!!

বাংলার গ্রামে যখন মানুষ হয় ঘরছাড়া

কিশোরের পেটে লাগে গুলি, 

কলকাতার সেন্ট জেভিয়ার্সে 

কিং খানের উষ্ণ স্পর্শে

উত্তেজনার পারদ চড়ে

ফোটে কিশোর কিশোরীর মুখে 

আনন্দের উদ্দাম বুলি! 

ভাঁড় মে যায় বাংলার গ্রামে দুষ্কৃতীর তান্ডব আর 

সন্ত্রাসের আগুন, রক্ত, গুলি আর হামলা। 

আমার গাঁয়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা!! 

আহা!!!!! আমার সোনার বাংলা

আমি তোমায় বড় ভালোবাসি!!

(লেখা ২৯শে অক্টোবর '২০১৪)

No comments:

Post a Comment