Powered By Blogger

Thursday, October 6, 2022

প্রবন্ধঃ নুসরাত বনাম মৌলবী-মৌলানা-উলেমা!

নুসরাতের ধর্ম বিশ্বাসে, ধর্মাচরণে আপত্তি, বাধা মুসলিম ধর্মগুরুদের! শিক্ষা-সাহিত্য-শিল্প-সংস্কৃতি-বিজ্ঞান-অভিনয়-ক্রীড়া-রাজনীতি ইত্যাদি ক্ষেত্রের কৃতি মুসলিম সেলিব্রিটিরা নুসরাতের পাশে না বিরুদ্ধে!? তাঁরা চুপ কেন!? তাঁরা কি বলেন!? তাঁরা কেউ কেন কিছু বলেন না, মুখ খোলেন না!? কাকে ভয় পান তাঁরা? ভারতের অভিনয় জগতে তো নুসরাতের মত অনেক মুসলমান অভিনেতা-অভিনেত্রী আছেন তাঁরা এতদিন ধ'রে নুসরাতের বিরুদ্ধে মৌলবী- মৌলানা-উলেমাদের বক্তব্যের বিরুদ্ধে তো আজ পর্যন্ত কোনও মতামত দিলো না! সিনেমার পর্দায় মিথ্যে বাহাদুরী দেখিয়ে যারা কোটি কোটি টাকা কামায়, দেশের যুব সমাজের কাছে হিরো-হিরোইন হ'য়ে যায় তারা বাস্তবের মাটিতে সমাজের বৃহত্তর স্বার্থে বাহাদুরী দেখাবার সুযোগ কাজে লাগায় না কেন? এখানে নোট নেই তাই? এখানে কারও চক্ষুশূল হওয়ার ভয় আছে? নুসরাত তো মুসলিম তাহ'লে তার ভয় নেই কেন? বাংলার বাঙালি অভিনেত্রীর পাশে কেউ থাকুক না থাকুক বাংলার ব্র্যান্ড আম্বাসাডার শাহরুখ খান আপনি তো বাংলার অভিনেত্রীর জন্য কিছু বলুন! তার পাশে দাঁড়ান! ভারতের কৃতি খাঁটি মুসলিমদের বক্তব্য শুনতে চায় সমস্ত সম্প্রদায়ের আম ভারতবাসী! আজ আবার নতুন বিতর্ক নুসরাতকে নিয়ে! দুর্গাপূজায় অংশগ্রহণের জন্য, পুজো প্যান্ডেলে পুজো দেবার জন্য, ঢাক বাজাবার জন্য, মাথায় সিঁদুর কপালে বিন্দি পড়ার জন্য ক্ষিপ্ত মুসলিম মৌলব-মৌলানা-উলেমারা! কিন্তু মুসলিম বুদ্ধিজীবী, মুসলিম ব্যবসায়ী, মুসলিম উচ্চ শিক্ষিত সমাজ, মুসলিম সেলিব্রিটি, মুসলিম প্রগতিবাদীরা তো কিছু বলুন! শুনি আপনাদের কথা, মতামত!  নাকি আপনারা সবাই সেই প্রাকঐতিহাসিক যুগের জংলী সভ্যতার পূজারী!? আসুন সমস্ত সম্প্রদায়ের সাধারণ মানুষ শুনে নিই, জেনে নিই ভারতের প্রতিষ্ঠিত মুসলিমরা কি বলেন!!!! আজ সময় এসেছে মুখ আর মুখোশের মাঝে পর্দা ওঠাবার! নুসরাতকে ধন্যবাদ দুধ কা দুধ, পানি কা পানি-র পোল খোল ক'রে দেবার জন্য!

কথায় আছে, সময় সবসে বড়া বলবান! দেখা যাক কে বা কারা জেতে নুসরাতের ধর্ম বিশ্বাস বনাম মৌলানা, উলামাদের অন্ধ, গোঁড়া, উগ্র, অবৈজ্ঞানিক ধর্মীয় ফতোয়ার লড়াইয়ে!!! আর কারা নিরপেক্ষতার পর্দার আড়ালে মুখ লুকিয়ে বসে আছে!!!

( লেখা ৭ই অক্টোবর'২০১৯) 

No comments:

Post a Comment