থেকো না দাঁড়িয়ে বাইরে
এসো তুমি আমার ঘরের ভেতরে
মনের গভীরে আমার হৃদয় মাঝারে!
দয়াল! যদি দিলেই ডাক----
জানি বাড়িয়েই আছো তোমার হাত
তবুও বলি মূর্খের মতন দয়াল
বাড়িয়ে দাও তোমার বরাভয় হাত!
নাও তুলে আমায় কেটে যাক অন্ধকার রাত।
দয়াল! যদি দিলেই চরণতলে আশ্রয়
তবে দাও প্রশ্রয় তোমায় নিয়ে আছে যত স্বপ্ন অপূরণ
মনের গভীরে তা করি পূরণ।
আমি এক অসহায় যাত্রী একা
জানি তুমি আছো পাশে, আছো সর্বদা!
তবুও মনে হয় এই বিশাল হিংস্র মানুষের জংগলে
আজ আমি বড় একা, বড় একা!
দাও বাড়িয়ে দয়াল তোমার হাত
আমার মাথার 'পরে তোমার আশীর্বাদ পড়ুক ঝ'রে
নিশিদিন আমি চাই না হতাশা,
চাই না যেতে হতাশায় কুড়ে কুড়ে মরে।
আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস
কামলোভজিৎ বশী ইত্যাদি ব'লে ব'লে
কেঁদেছি দিনের পর দিন, রাতের পর রাত
তবুও পাইনি মুক্তি; গলা টিপে ধরে রাতদিন
সন্দেহ আর অবিশ্বাসের কালো মজবুত হাত!
দয়াল! নই আমি উপযুক্ত তোমার শিষ্য হবার!
যদিও স্কুলে গেলেই যে ছাত্র বলে না,
আর দীক্ষা নিলেই যে শিষ্য হয় না
তোমার এ বাণী জানা আছে আমার।
দয়াল! কঠিন এই পথ! কঠিন এই যন্ত্রণা!
সইতে হবে সব চোয়াল চেপে হাসিমুখে
জন্মজন্মান্তরের না থাকলে জীবনে সাধনা;
-----এ কথা আমি জানি। এ কথা আমি মানি।
দয়াল! তবুও দাও একবার যাবার আগে
অন্ধকার ভুলভুলাইয়ার ঘুলঘুলির বন্ধ দরজা খুলে
তোমার ইচ্ছা পুরণ ক'রে আলোর তরী বেয়ে
দয়াল প্রভু যাবো আমি তোমার ধামে চলে।
এইটুকু ইচ্ছা, ছোট্ট ইচ্ছা আমার
দাও তুমি প্রভু পূরণ করে!
( লেখা ২৬শে অক্টোবর ২০২১)
No comments:
Post a Comment