Powered By Blogger

Friday, October 7, 2022

কার অনুসারিঃ ঠাকুর অনুসারী না বড়দা অনুসারী"?

গগনদার "শ্রীশ্রীবড়দার অনুসারীরা আসল সৎসঙ্গী" বক্তব্যের উত্তরে আমার লেখা "ঠাকুর অনুসারী না বড়দা অনুসারী" সম্পর্কে দু'এক কথা।

ঠাকুর সবার উপর কি উপর না, কে কার উপর আর কে কার নীচে এই কথা বলবার জন্য আমার এই লেখা নয়। চেষ্টা করেছি অপটু হাতে বিশ্লেষনমূলক গবেষনা সমৃদ্ধ ক'রে নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়টাকে তুলে ধরার। যদি সফল হ'ই, সবার ভালো লাগে তা' সম্ভব হয়েছে একমাত্র তাঁর ইচ্ছায় ও আশীর্বাদে। 

ঠাকুর সবার উপর এটা আন্ডারস্টূড; আর সেটা একমাত্র সৎসঙ্গীদের কাছেই, সকলের কাছে নয়। ঠাকুর যে সবার উপর, ব্যাপক অর্থে এর মূল এসেন্স পেতে গেলে বা মানবজাতীর কাছে এই কথার মূল এসেন্স তুলে ধরতে বা পৌঁছে দিতে গেলে গভীর সাধনালব্ধ পরম ভক্তের প্রয়োজন, প্রয়োজন গভীর ত্রুটিহীন নিখুঁত তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ আলোচনার এবং বাকসিদ্ধ প্রচারকের। 

আর এখানে আমি যে বিষয়টা লিখতে বা তুলে ধরতে চেয়েছি কিম্বা আমি আমার লেখার মধ্যে দিয়ে যা যা বলতে চেয়েছি তা বুঝতে গেলে আগে লেখাটা (ঠাকুর অনুসারী না বড়দা অনুসারীঃ ১ ও ২ ) পুরো পড়ার অনুরোধ রইলো। পরবর্তী পদক্ষেপে মন্তব্য করা যাবে। সৎসঙ্গী বলেই সৎসঙ্গীর কাছে এই দাবীটা করলাম। যদিও লেখাটা দীর্ঘ আর পড়া সময়সাপেক্ষ্য। তবে অনুসন্ধিৎসু পাঠকের কাছে দীর্ঘ বা হ্রস্ব লেখা কোনও ম্যাটার করে না, তার কাছে ম্যাটার করে মহাসমুদ্রের গভীর বুকে ডুব দিয়ে শুক্তি খোঁজা ও তুলে আনা এবং সেই শুক্তির বুকে মুক্তো খুঁজে বের করা। তাই সকলের কাছে আমার অনুরোধ এবং যাদের পড়ার অসীম ধৈর্য ও জানার অনুসন্ধিৎসা আছে তাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ আমি কোনও পক্ষ অবলম্বন ক'রে লেখাটা লিখিনি; আমি শুধু সত্যানুসন্ধানে অতীত ও বর্তমানে ঘটে চলা ঘটনাগুলির পোষ্টমর্টেম করেছি মাত্র। একজন সৎসঙ্গী হিসাবে পোষ্টমর্টেম ক'রে ঘটনার শরীরের গভীরে যা যা দেখতে পেয়েছি অর্থাৎ শ্রদ্ধা-অশ্রদ্ধা, ঘৃণা-ভালোবাসা, সত্য-মিথ্যা, কপটতা-অকপটতা, নিন্দা-প্রশংসা, কুৎসা-সুখ্যাতি, অপমান-সম্মান, সুখ-দুঃখ, পরিশ্রম-বিলাসিতা, দেওয়া-নেওয়া, নিষ্ঠা-ভন্ডামি, প্রেম-শত্রুতা সবগুলিকে চেষ্টা করেছি লেখায় যত্ন ক'রে তুলে আনতে। এই কাজটা একজন লেখক হিসাবে আমি গবেষণামূলক লেখার চেষ্টা করেছি মাত্র আমার সাধ্যমত বোধবুদ্ধি দিয়ে আর এই দীর্ঘ লেখার সম্পূর্ণ ক্রেডিট গগনদার, একমাত্র গগনদার; বিন্দুমাত্র আমার ক্রেডিট নেই। গগনদার পোষ্ট "শ্রীশ্রীবড়দার অনুসারীরা আসল সৎসঙ্গী" আমাকে উৎসাহিত ও উত্তেজিত এবং অনুপ্রাণিত করেছে এই লেখা লিখতে। গগনদার কাছে এই বিষয়ে লেখা লিখতে পেরে আমি ঋণী কিন্তু জানি না এই ঋণ শোধ করবো কিভাবে। লেখার বিষয়বস্তু গ্রহণ ও বর্জন পাঠকের ব্যক্তিগত; গ্রহণ করতেও পারেন এবং বর্জন করতে পারেন, সেই স্বাধীনতা সম্পূর্ণ পাঠক সমাজের, সেখানে আমার কোনও হাত নেই, কোনও বক্তব্যও নেই। যার যার দেখা, বিশ্বাস, নির্ভরতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, নিষ্ঠা ইত্যাদি তার তার নিজস্ব। জয়গুরু।

(লেখা ৭ই অক্টোবর'২০১৭)

No comments:

Post a Comment