আমি শবরির মত আছি বসে
এক বুক আশা নিয়ে বুকে!
দয়া করো দয়াল!
জীবন যাচ্ছে চলে অস্তাচলে
আশা নিয়ে আছি বেঁচে
তোমার নামের বাদাম তুলে
সুখ সাগরে কাটবো সাঁতার
বুকে নিয়ে সুখ হরিয়াল!
দয়া করো, করো দয়া অপার দয়াল!
আমি শবরির মত এত কষ্ট, এত অপেক্ষা---
যে অপেক্ষায় যায় চলে যৌবন,
শারীরিক মানসিক আত্মিক হয় অবনমন
-----তা পারি না সহিতে, বহিতে।
জানি অপেক্ষার ফল মিঠা তবুও
শালা পারি না করিতে গ্রহণ, করিতে বর্জন
পারি না খেয়ে বিষ বা অন্যকোনও ভাবে
কিম্বা মনে মনে হতাশায় মরিতে।
মন বলে, শালা ব'লে পালাবি কোথায়?
ধরবো ওই মোড়ের মাথায়
জেনো পৃথিবী গোল, ক'রোনা গন্ডগোল।
ঠিক তেমনি পালিয়ে কোথায় যাবে তুমি?
পড়বে ফাঁকে সেদিন যেদিন
ফেটে চৌচির হ'য়ে যাবে স্বর্গ, মর্ত, পাতাল;
ফেটে দু'ভাগ হবে পাপের ভুমি!
মনকে বলি, মন বুঝছো না তুমি!
আছো প'ড়ে বুকে নিয়ে নরক চুমি!
আর আমি আছি পথ চেয়ে শবরী হ'য়ে
বড় আশা বুকে নিয়ে দয়ালের তরে।
হে দয়াল! চাহিনি ও চাহিনা কিছুই!
মন শালা যত টানুক পিছু।
যদি চেয়ে থাকি কিছু তা তোমায়!
তোমাতে সুখ! তোমাতেই শান্তি!
তোমাতেই দূর হয় যত কষ্ট, ক্লান্তি!
দাও, দাও দয়াল! আমায় অপার অসীম শক্তি!
হরিয়ালি সুখে হরিয়াঈ চিরদিন থাকে যেন ভক্তি।
করো গ্রাস আমাকে কালো গহবরের মত
শরীরে মনে আত্মায় হ'য়ে এক আকার
হাতে নিয়ে তোমার পূজার উপাচার
পারি যেন সারাতে সবার মনের ক্ষত!
করো গ্রাস আমাকে কালো গহবরের মত
শরীরে মনে আত্মায় হ'য়ে এক আকার
হাতে নিয়ে তোমার পূজার উপাচার
পারি যেন সারাতে সবার মনের ক্ষত!
(লেখা ১১ই অক্টোবর' ২০২১)
No comments:
Post a Comment