Powered By Blogger

Friday, October 28, 2022

কবিতাঃ যবনিকা টানো।

হে দয়াল! সবার অন্তরাত্মা শুদ্ধ হ'ক!
বন্ধ হ'ক যত কূটকচাল, হিংসা, 
পরস্পর আসুরিক চিৎকার।
ঘরেবাইরে, মাঠে ময়দানে, 
অফিসে, কলে-কারখানায়,
রেডিওতে, টিভিতে জলে-স্থলে-অন্তরিক্ষে 
সব জায়গায়।
স্বামিস্ত্রী, পুত্রকন্যা, মালিক-কর্মচারী,
ঘোষক-ঘোষিকা, নেতা-নেত্রী
যে যেখানে আছে তাদের সবার
শান্ত হ'ক, স্থির হ'ক মন।
বন্ধ হ'ক চিৎকার চেঁচামেচি, 
আগুন নিয়ে খেলা
আর বন্ধ হ'ক জারি মৃত্যুর সমন!
সময়ের মিথ্যে আর অসৎ 
গাড়িতে চড়ে বসেছি সবাই!
জানি না কেন চলেছি আমরা! 
গন্তব্য কোথায়!?
মিথ্যে আর অসৎ গাড়ি কোথায় যায়
তোমরা যারা গাড়ির চালক কেউ কি জানো!?
হে দয়াল! সবার অন্তরাত্মা শুদ্ধ হ'ক
নয়তো উন্মাদের উন্মাদনার যবনিকা টানো।

(লেখা ২৭শে অক্টোবর '২০২১)

No comments:

Post a Comment