আহা! রূপ তো নয় রূপের সাগর!
স্বর্গ থেকে কে নেবে এলে তুমি ভাসিয়ে চরাচর!!
রূপ সাগরে মন ডুব দিতে চায় নেই যে ঘাট ফাঁকা
পাড়ে আমি থাকি বসে দেখি তোমায়
তুমি স্রষ্টার অপরূপ সৃষ্টি একা!!!!!
চোখে তোমার যাদুর ছোঁয়া মিষ্টি বাঁকা ঠোঁটের হাসি!
মন বলে শুধু তোমার কাছে আসি!!
বরাভয় হাতে বলছো আমায়, মাভৈ! ম্যায় হুঁ না!
আমার কাছে এসো তুমি কিসের তোমার ভাবনা!?----প্রবি।
( লেখা১০ই সেপ্টেম্বর' ২০১৯)
No comments:
Post a Comment