অবিভক্ত ভারতবর্ষে Most Indian Muslims are Hindu converts.
ধর্মান্তরিত করা বা হওয়া যাকে conversion বলা হয়, এই conversion প্রথা তা হিন্দুধর্ম থেকে মুসলিম বা খ্রিষ্টান বা বৌদ্ধধর্ম কিম্বা মুসলিম ধর্ম থেকে হিন্দু বা খ্রিষ্টান বা বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়া; ঠিক তেমনি খ্রিষ্টান বা বৌদ্ধধর্ম থেকে হিন্দু বা মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়া বা করা আল্লা বা গড বা ঈশ্বরের রাজ্যে পাপ মহাপাপ। ধর্ম ত্যাগ ক'রে অন্য ধর্ম গ্রহণ করার মধ্যে দিয়ে কখনও আর যাই-ই হ'ক প্রকৃত খাঁটি ধার্মিক হওয়া যায় না। নিজ ধর্মমত ত্যাগ না ক'রেও অন্য ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। যেমন ঈশ্বর, আল্লা বা গড এক এবং অদ্বিতীয় আর সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বর যখন মানুষের রূপ ধ'রে বারবার মানুষের বাঁচা বাড়ার জন্য যুগে যুগে নেবে আসেন রক্তমাংসের জীবন্ত ঈশ্বর হ'য়ে তখন সেই যুগে যুগে নেবে আসা জীবন্ত ঈশ্বরদের মধ্যে কোনও বিরোধ নেই। সেই তিনি অর্থাৎ এক এবং অদ্বিতীয় জীবন্ত ঈশ্বর তাঁর পূর্ববর্তী রূপকে অধিকার করেই পরবর্তী রূপে আবির্ভূত হন। ঠিক তেমনি প্রকৃত খাঁটি হিন্দু, প্রকৃত খাঁটি মুসলমান, প্রকৃত খাঁটি খ্রিষ্টান, প্রকৃত খাঁটি বৌদ্ধ ইত্যাদির মধ্যে কোনও বিরোধ নেই। যত বিরোধ ভেজালের মধ্যে। কারণ প্রকৃত খাঁটি ধার্মিক কারও শত্রু না, কোনও ধর্ম্মের, কোনও সম্প্রদায়ের শত্রু না। শত্রু তারাই যারা converted এবং যারা ধর্ম্মের নামে ধার্মিকের আলখাল্লা প'ড়ে ধার্মিক সেজে তাত্ত্বিক আমেজে ডুবে থাকে 'আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা' মানসিকতা নিয়ে।
The greatest phenomenon of the world SriSriThakur Anukulchandra- এর কাছে এসে জেনেছি, শিখেছিঃ
শ্রীশ্ৰীঠাকুর অনুকূলচন্দ্র ধর্মান্তরিত করা পছন্দ করতেন না, ঘৃণা করতেন। তাঁর আদর্শ ছিল জীবন্ত ঈশ্বরের পূর্ববর্তী রূপকে অধিকার ক'রে পরবর্তী যে রক্তমাংসের রূপের আবির্ভাব হয় এই মর্তধামে সেই পরবর্তী বর্তমান রূপকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করার অর্থ ধর্মান্তরিত করা নয়। জীবন্ত ঈশ্বরের বর্তমান রূপকে দীক্ষার মাধ্যমে গ্রহণ করার অর্থ Behavioral Conversion; কখনোই তা Religious Conversion নয়। এর জন্য কাউকে কোনও সম্প্রদায়ের কাউকে তা সে মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ ইত্যাদি যেই-ই হ'ক না কেন তাকে বর্তমান যুগ পুরুষোত্তম জীবন্ত ঈশ্বর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য জীবনে গ্রহণ করতে তার ধর্ম্ম ত্যাগ করতে হয় না বা পূর্ব্বপুরুষের চেতনধারাকে ত্যাগ করতে হয় না। বরং তা আরও আরও পুষ্ট হ'য়ে প্রকৃত বেঁচে থাকা ও বেড়ে ওঠার ক্রমবৃদ্ধির পথে তরতরিয়ে এগিয়ে চলে। জীবন সুন্দর হয়, পরিবার-পরিবেশ সুন্দর হয়, জগত স্বর্গ হ'য়ে ওঠে।
(লেখা ২৮শে অক্টোবর '২০২১)
No comments:
Post a Comment