Powered By Blogger

Sunday, January 12, 2020

জিজ্ঞাস্য ১ঃ সুপ্রিম কোর্ট নাকি সুপ্রিম ফাদার?

প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদাম্বরম ১০৬দিন জেল খাটার পর হাসি মুখে হাত নাড়তে নাড়তে বাইরে বেরিয়ে এলেন, যেন দেশের মুখ উজ্জ্বল ক'রে রাজ্য জয় ক'রে ফিরলেন!! চোখে মুখে এতটুকু লজ্জা, অপমানের লেশ নেই, নেই কোনও অনুতাপ!!!!! আছে শুধু শরীরী ভাষায় পরবর্তী প্ল্যান-প্রোগ্রাম!!!!!!

এইজন্যই বোধহয় আগাম ভবিষ্যৎ বাণী করেছিলেন সম্রাট আলেকজান্ডার তাঁর সেনাপতিকে, "সত্য সেলুকাস! কি বিচিত্র এই দেশ!!!!!!"

এখন প্রশ্ন জাগে মনে,
এই ভারতের একজন আপাদমস্তক ভদ্রলোক ও উচ্চ লেখাপড়া জানাওয়ালালোক অপরাধী!?
সত্যিই কি তিনি কোনও অপরাধ করেছিলেন!? নাকি বিনা দোষে কারাদন্ড!?
কর্মফল নাকি চক্রান্তের শিকার!?
কাকে বিশ্বাস করবো আর কাকেই বা অবিশ্বাস (বাদী-বিবাদী)!?
কে বলে দেবে কোনটা সত্যি কোনটা মিথ্যা!?
সুপ্রিম কোর্ট নাকি সুপ্রিম ফাদার?
আর জনগণ!?
( লেখা ৫ই ডিসেম্বর'২০১৯)

No comments:

Post a Comment