পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে তাদের সকলের জন্যই সৃষ্টিকর্তা ঈশ্বর বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য সব ব্যবস্থায় রেখে দিয়েছেন, অনিয়ন্ত্রিত বৃত্তি-প্রবৃত্তির কারণে মানুষ যখন তা থেকে বঞ্চিত হয় তখন তিনি স্বয়ং মানুষের রূপ ধ'রে নেবে আসেন মানুষের জন্য তিনি যা রেখে দিয়েছেন সেই ঈপ্সিত বস্তু লাভের পথ দেখিয়ে দিতে! কিন্তু মানুষ যখন তাতেও কর্ণপাত করে না তখন তিনি অসহায় হ'য়ে পড়েন! তখনই ধ্বংস অনিবার্য!!----প্রবি।
No comments:
Post a Comment