প্রভু তুমি এসেছিল বারেবারে তোমার রঙে তোমার সৃষ্টিকে রাঙাতে!
ভন্ড ভক্তকুল ও আস্তিক আমরা বাধার পাহাড় হ'য়ে দাঁড়িয়েছি বারেবারে তোমার কাজে তে!!
"মুখেতে আছে, ব্যবহারে নাই
সেই শিক্ষার মুখে ছাই"
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের এই বাণীর জ্বলন্ত রূপ আমরা তথাকথিত সৎসঙ্গীরা!!
ফেসবুক, ইউ টিউব জুড়ে আমরা সবাই এখন
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বিশেষজ্ঞ পন্ডিত! চরিত্রে লেন্ডিত!!
প্রবি।
ভন্ড ভক্তকুল ও আস্তিক আমরা বাধার পাহাড় হ'য়ে দাঁড়িয়েছি বারেবারে তোমার কাজে তে!!
"মুখেতে আছে, ব্যবহারে নাই
সেই শিক্ষার মুখে ছাই"
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের এই বাণীর জ্বলন্ত রূপ আমরা তথাকথিত সৎসঙ্গীরা!!
ফেসবুক, ইউ টিউব জুড়ে আমরা সবাই এখন
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বিশেষজ্ঞ পন্ডিত! চরিত্রে লেন্ডিত!!
প্রবি।
No comments:
Post a Comment