আল্লা, গড, ঈশ্বর বা ভগবান অর্থাৎ এককথায় সৃষ্টিকর্তা যখন মানুষের রূপ ধ'রে মানুষের মাঝে নেবে আসেন সেখানে তিনি ধর্মকে সাথী ক'রেই নেবে আসেন। ধর্মের মূর্ত প্রতীক তিনি! ধর্ম মানে ধ'রে রাখা। আর যখন শব্দের আক্ষরিক অর্থের ধাতুগত রূপ ধ'রে এগোবো তখন দেখতে পাবো ধর্ম মানে ধ'রে রাখা। আর সৃষ্টিকর্তা সব কিছুকেই ধ'রে আছেন; ধ'রে আছেন তোমাকে আমাকে ইহাকাল-পরকাল, সবকাল! ধ'রে আছে অতীত-বর্তমান-ভবিষ্যৎ! ধ'রে আছেন স্পার্ম-ওভাম-এর মধ্যে দিয়ে বংশপরম্পরা! ধ'রে আছেন বিশ্বব্রম্যান্ডের সমস্ত কিছু নিখুঁত গাণিতিক নিয়মে! ধ'রে আছেন মহাবিশ্বের জাগতিক রহস্যের সমস্ত কারণের কারণকে! তাই তাঁকে বলা হয় পরমকারুনিক! আর এই গাণিতিক নিয়মের যেখানে এতটুকু ব্যতয় ঘটে, ধ'রে রাখায় ঘটে সামান্যতম বিচ্যুতি তখনই সেখানে নিয়ম ভেঙে অনিয়মের সূত্রপাত হয়, যেখানেই ধ'রে রাখার মেকানিজম-এ গন্ডগোল দেখা দেয় তখনই ভেঙে পড়ে ঘরেবাইরে দেশেদেশে পরস্পর ধ'রে রাখার শান্তির প্রাসাদ! শুরু হয় মহাপ্রলয়! সৃষ্টি হয় ভূগর্ভের, সমুদ্রের তলদেশের গভীরের ভু-অভ্যন্তরের শিলার স্থানচ্যুতির কারনে অর্থাৎ পরস্পর পরস্পরের সঙ্গে ধ'রে রাখায় ব্যাঘাত ঘটলেই ঘটে ভূমিকম্প, হয় জলোচ্ছ্বাস! পরিণতিতে নেবে আসে ভয়ঙ্কর প্রলয়, অশান্তি অসুখের বিষাক্ত নিশ্বাস! এই ধ'রে রাখা যখনই যেখানে ধ'রে না রাখার শক্তিতে পর্যবসিত হয়েছে সেইখানেই তখন সৃষ্টি হয়েছে অধর্মের! আর অধর্ম সৃষ্টি হওয়ার ফলেই বিঘ্নিত হয়েছে সৃষ্টির বুকে শান্তির পরিবেশ! অধর্মের হাত ধ'রে এসেছে অশান্তি! আর অশান্তি এনেছে বিশ্বজুড়ে পৃথিবীর বুকে অসুখ, গভীর অসুখ! যার পরিণতি মৃত্যুতে, ধংসে। এই মৃত্যুভয়, এই ধ্বংসের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করতে, বাঁচাতে-বাড়াতে আল্লা, গড, ভগবান, ঈশ্বর বা সৃষ্টিকর্তা যাই-ই বলি না কেন তিনি নেবে আসেন তাঁর ধ'রে থাকার মূল মরকোচকে সঙ্গে নিয়ে আর তার সঙ্গে সঙ্গে থাকে শান্তি! সৃষ্টির ধ'রে রাখার গাণিতিক নিয়ম আর শান্তি টাকার এ-পিঠ আর ও-পিঠ! বিশ্ব সংসারে ঘরেবাইরে যেখানেই ধ'রে রাখার গাণিতিক নিয়ম যতটুকু লঙ্ঘিত হয় বা হয়েছে ও হচ্ছে ঠিক ততটুকুই এমনকি ক্ষেত্রবিশেষে বেশি পরিমাণও সেখানে শান্তি লঙ্ঘিত হয় বা হয়েছে ও হচ্ছে! তাই শান্তির ধর্ম মানে শান্ত থাকার, শান্তি বজায় রাখার ধর্ম পালন। যা যা করলে, গাণিতিক নিয়মে নিয়ম পালন করলে শান্তি বজায় থাকে সংসারে ও প্রতি জীবনে, শান্ত থাকে পরিবেশ-পরিস্থিতি তাই তাই পালনই ধর্ম! এছাড়া আলাদা আলাদাভাবে ধর্ম ও শান্তি ব'লে কিছু নেই! ধর্ম নেই শান্তি নেই! শান্তি নেই মানে ধর্ম পালন নেই! তাই জীবনে জীবনে, ঘরে ঘরে, দেশে দেশে, বিশ্বজুড়ে যে আগুন জ্বলছে তার কারণ অধর্ম আর অশান্তি হাত ধরাধরি ক'রে করে প্রেম মাখামাখি! তাই ধর্ম বা শান্তি পালন বা অর্জন সবটাই নিজের হাতে। মাথা একটাই, হয় সেখানে আল্লা, গড, ভগবান, ঈশ্বর বা সৃষ্টিকর্তা বসবেন নাহয় শয়তান কিলবিশ বসবে অর্থাৎ মাথা ধ'রে রাখবে ধর্ম ও শান্তির মূর্ত প্রতীক জীবন্ত ঈশ্বরকে অর্থাৎ এককথায় রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মোহাম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ ও শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে নতুবা শয়তান কিলবিশের মূর্ত প্রতীক রাবণ, কংস, দুর্যোধন ইত্যাদি ইত্যাদিকে! আর তা ঠিক করতে হবে নিজেকেই!!!!!! আর সেইমত আসবে জীবনে, ঘরে, দেশে, বিশ্বে শান্তি! শান্তি!! শান্তি!! অশান্তি! অশান্তি!! অশান্তি!!!
No comments:
Post a Comment