Powered By Blogger

Sunday, July 12, 2020

প্রবন্ধঃ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও ফেসবুকে বাঙালি (৪)।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও ফেসবুকে বাঙালি (৩) লেখায় বীরবাহাদুর বাঙালির শ্রীশ্রীঠাকুর সম্পর্কে কুৎসার ছবি তুলে ধরেছিলাম আর এবার আর একজন পুরুষ বাঙালির শিক্ষার পরিচয় তুলে ধরার চেষ্টা করলাম। চেষ্টা করলাম এর পরের বাঙালি শ্রীশ্রীঠাকুর ও ঠাকুর পরিবার সম্পর্কে কুৎসা ক'রে যিনি মহান বাঙালি সেজেছিলেন তার কথা বলতে আর তার কথা বলেই আমি এই লেখার ইতি টানবো। এইযে যারা ফেসবুকে গালাগালি করছেন, অকথ্য কুকথ্য কথা বলছেন The greatest phenomenon of the world শ্রীশ্রীঠাকুর ও তাঁর পরিবার সম্পর্কে তারা সবাই বৃত্তিপ্রবৃত্তির কামড়ে জর্জরিত হতাশাগ্রস্ত রিপুতাড়িত বিশৃঙ্খল জীবনের অধিকারী বাঙালি নারীপুরুষ!

আমি তাকে তার কুৎসার জবাবে যা লিখেছিলাম তা আমার লেখার মধ্যেই কুৎসার ইঙ্গিত পেয়ে যাবেন পাঠককুল।

আমি বললাম, আপনি ঠাকুরের ভক্ত? আপনি ঠাকুরকে টাকা পয়সা পাঠান? না, আপনি ভক্তও না, কোনও টাকাপয়সাও পাঠান না। তাহলে আপনার এত গাত্রদাহ হচ্ছে কেন!? টাকাপয়সা দিচ্ছে ঠাকুরের প্রায় ১০কোটিতে পৌঁছে যাওয়া ভক্তমণ্ডলী; তাদের যখন পিছন ফাটছে না আরও আরও দেওয়ার জন্য বুক ফাটছে এবং দিচ্ছে ও দিয়ে চলেছে উজাড় ক'রে তার খবর রাখেন? তাহলে তারা তাদের ধন সম্পত্তি যদি দেয় তখন আপনার পিছন ফাটছে কেন!? কিসের এত জ্বালা!? আপনি কি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন নাকি চোখ দিয়ে শোনেন আর কান দিয়ে বলেন!? ঠাকুরের হোল ফ্যামিলি ঠাকুর হ'য়ে গেছে আর লাক্সারিয়াস লাইফ লিড করছে কে বললো আপনাকে? আপনি কোনোদিন ঠাকুরবাড়ি গেছেন? ঠাকুরবাড়ির সদস্যদের দেখেছেন? কে ধরিবাজ লোক? আপনার এত সাহস শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র যার পায়ের তলায় বিশ্বের তাবড় তাবড় জ্ঞানীগুণী পন্ডিত আশ্রয় নিয়েছেন ও নিয়ে চলেছেন তাকে আপনার মত বালখিল্য লোক ধরিবাজ বলেন? এখনকার সময়ে শ্রীশ্রীঠাকুর থাকলে কি-------ছিঁড়তেন? এখন তো ঠাকুর নেই তো কি হয়েছে তাঁর সৃষ্ট প্রতিষ্ঠান আছে, তাঁর পরিবার আছে, অন্যায় অপরাধ করলে আর আপনার প্রমাণ করার ও কিছু করার ক্ষমতা থাকলে সরকারকে দিয়ে একশান নিন না, জেলের ঘানি টানান না। এখন থাকলে আশারাম বাপু আর রামরহিমের মত জেলের ঘানি টানাতেন শ্রীশ্রীঠাকুরকে? সুস্থ আছেন তো? হুঁশে আছেন তো? নাকি সারাদিনরাত কারণসুরা টেনে পেঁচো মাতালের মত বেহুঁশে কথা বলছেন? কোন মুখ দিয়ে কথা বলছেন? শরীরের উর্ধাঙ্গের বড় মুখ না নিম্নাঙ্গের ছোট মুখ? ভালো কাজ করেছেন কখনো জীবনে? নাকি হাওয়াই হাতি ঘোড়া মেরেছেন আর বাড়ির লোকের কাছে মর্দ সেজেছেন? ঠাকুর সম্পর্কে কিছু জানেন নাকি হিংসা দিয়ে শুধু বুকটা ভরে রেখেছেন? হ্যাংওভার কাটান! আর আসুন আগে ঠাকুর, ঠাকুর পরিবার আর তাঁর সৃষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে একজন সচেতন সুনাগরিকের মত স্টাডি করুন তারপর এইধরনের চিল কান নিয়ে গেছে শুনেই কানে হাত না দিয়ে চিলের পিছনে ছোটার মত বালখিল্য কাজ বন্ধ করুন আর নিজেকে নিজে সমাজের কাছে হেয় করবেন না। হেয় না হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করুন।

আর পরিশেষে বলি, আসুন বাংলার বুকে বাঙালি হ'য়ে বিশ্বের বিস্ময়ের বিস্ময় সর্বশ্রেষ্ট বিস্ময়কর মানুষ পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে ও তাঁর পরিবারকে কুৎসা গালাগালি ক'রে নিজেদের ভারত তথা বিশ্বের মানুষের কাছে গোটা বাঙালি জাতটাকে কলঙ্কিত করবেন না! আপনাদের মুষ্টিমেয় কয়েকজন বাঙালি মানুষের (?) জন্য অন্যান্য প্রদেশের অন্যান্য জাতের লক্ষ লক্ষ কোটি কোটি ঠাকুর পাগল মানুষ অবাক হ'য়ে প্রশ্ন তুলছে বাঙালি জাতটা এত নোংরা টাট্টি কা মাফিক বাত বলতে পারে!?!? বিশ্বের কোটি কোটি মানুষের যিনি প্রাণপুরুষ, জীবন বৃদ্ধির উদ্ধাতা সেই মানুষটা বাঙালি আর কুৎসাকারীরা সব বাঙালি! এই সেই বাংলা ও বাংলার বাঙালি যে বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবতো!? এই কুৎসাকারী নারীপুরুষরা সেই বাংলার বাঙালি  'শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও ফেসবুকে বাঙালি-১'-তে উল্লেখিত যে বাংলার শ্রেষ্ঠ বাঙালিরা ও বর্তমান বাংলার বাঙালি দিকপালরা শ্রীশ্রীঠাকুর প্রেমী!?!?!?!?

যাই হ'ক এদের উদ্দেশ্যে বলি, আপনার, আপনাদের যদি কোনও ক্ষতি ক'রে থাকে ঠাকুর ও তাঁর সৃষ্ট 'সৎসঙ্গ প্রতিষ্ঠান এবং ঠাকুর পরিবার তাহলে বলুন, যত ইচ্ছা বলুন, নিশ্চয়ই বলুন, আইনের সাহায্য নিন। কিন্তু জেনে রাখুন শাক দিয়ে যেমন মাছ ঢেকে রাখা যায় না, সূর্যকে যেমন মেঘ ঢেকে রাখতে পারে না ঠিক তেমনি মিথ্যে দিয়ে ঠাকুর আর ঠাকুর পরিবারকে কলঙ্কিত করতে পারবেন না। আর আজ বাংলা যা বলে গোটা ভারত তা বলা তো দূরের কথা তা শুনেই না! গোটা ভারত তথা বিশ্ব যা বলবে একদিন বাংলা লজ্জায় মুখ ঢেকে তা শুনবে, শুনতে বাধ্য হবে নচেৎ মুছে যাবে এই জাতটাই একদিন! কারণ মহাভারতের পুনরাবৃত্তি হয় যুগে যুগে! সেদিনও মহাভারতের এলিটরা যেমন চুপ ক'রে দেখেছিল অপমান আজও তেমনি বাংলার এলিটরা এই ঠাকুরকে কুৎসা করার বিষয়ে 'আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা' মানসিকতায় নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেন ধরি মাছ না ছুঁই পানি-র মতন! আর বলি, আপনারা খামোকা কুৎসা, নিন্দা ক'রে নিজেকে/ নিজেদের খামোকা ছোট করবেন না। কারণ আপনারা যত বলবেন তত ভীমবেগে গোটা পৃথিবীকে গ্রাস ক'রে ফেলবে শ্রীশ্রীঠাকুর ও তাঁর সৃষ্ট সৎসঙ্গ! ভালো থাকুন। আসুন সবাই ভালো থাকি, শান্ত থাকি, মিলেমিশে আনন্দে থাকি।

শেষ।

No comments:

Post a Comment