Powered By Blogger

Sunday, July 12, 2020

কবিতাঃ সাবধান! সাবধান ভন্ডকুল!!

রাষ্ট্র নির্মাণ ও জাতি রক্ষার দায়িত্ব পালনে
মসিহারা এসে গেছে সব ভন্ডকুল স্খলনে!
আর এসে গ্যাছে সব বাংলার বুকে হ'য়ে বাঙালি!
তাই বলি,
হে বাঙালি ও অন্যান্য জাতি!
হে ভারত! হে বিশ্ববাসী!
সর্বোপরি হে মানবজাতি!
আর ভয় নেই!
নেই নেই ভয় হবেই হবে জয়!
এসে গেছে দায়িত্ব পালনে বাঙালি!
এসে গেছে বাঙালি ও অন্যান্য জাতি,
ভারত তথা বিশ্বের মুক্তির সময়!
আমাদের বাঁচাবে ব'লে
এসে গ্যাছে দলে দলে
ওঠো! জাগো! দ্যাখো চেয়ে!
থেকো না আর তোমরা ঘুমায়ে।
এসে গ্যাছে দলেদলে
নারীপুরুষ নির্বিশেষে
পেয়েছে নিঃশেষ অধিকার
করিতে ভন্ডকুল সাবার!
তাই থেকো না গো মুখ ফিরায়ে।
শোনো শোনো কান পেতে শোনো
শোনো ঐ খিস্তি খেউর আর
গালাগালিতে ভরা বাঙালির তীক্ষ্ণ হুঙ্কার
দিয়ে আসছে বাঙালি ধেয়ে
সনাতন ধর্মের গান গেয়ে
প্রতিকূল স্কোয়ার্ড সাথে
করিতে অনুকূল সংহার!
শোনো সোজা! শোনো ব্যাকা!
শোনো যত আছো যেথায় খ্যাপা
শোনো ঐ অশ্লীল শব্দের ঝংকার!

হে বাঙালি! হ'য়ে কাঙালী আর
থেকো না গো মুখ ফিরায়ে!
এসো সবে! এসো ছুটে ছুটে
ভন্ডকুল সব খাচ্ছে লুটেপুটে
দেখাতে মজা তাই এসেছে খোজা
হ'য়ে মসিহা এসেছে ঘটে ঘটে!
নেই ভয়, নেই আর সংশয়!
এসে গেছে মুক্তির পতাকা হাতে
জ্ঞানের নিশানা তাতে, এসে গ্যাছে ঐ বরাভয়!
হে মহান পথ প্রদর্শক! হে মুক্তিদাতা বাঙালি!!
আপনারে করি সাদর আমন্ত্রণ, করি আশ্রয়
ভন্ডকুল যত সবারে করিতে নিরাশ্রয়!

No comments:

Post a Comment