কর্মযোগী পুরুষ তুমি কর্ম নিয়েই থাকো;
কর্ম তোমার ধ্যান জ্ঞান কর্ম নিয়েই বাঁচো!
কর্ম মাঝে তুফান ওঠে কথার তুফান বটে!
ধর্মহীন কর্ম জেনো পুতুল কিন্তু বিকিকিনির হাটে।
ধর্মযোগী পুরুষ তুমি ধর্ম নিয়েই থাকো;
ধর্ম তোমার ধ্যান জ্ঞান ধর্ম নিয়েই বাঁচো!
ধর্ম মাঝে তুফান ওঠে ভক্তির তুফান বটে!
কর্মহীন ধর্ম জেনো প্রসব করে কিন্তু অশ্বডিম্ব ঘটে!
কর্মযোগী মারছে ঝাঁপ কর্ম নিয়ে ফাটিয়ে ঢাক
কর্মমাঝে মারছে ঘাই কর্ম কর্ম মারছে হাঁক!
ধর্ম ধর্ম জিগির তুলে ধর্মযোগী ছুটিয়ে ঘোড়া
দেশটাকে ক'রে টুকরো টুকরো করছে শেষে কানা খোঁড়া!
কর্ম-ধর্মের মনভুলানী বাদাম তুলে করতে চাইছো বাজিমাৎ!?
ভুলভুলাইয়ার ঘুলঘুলিতে হবেই হবে নিশ্চিত কুপোকাত।
এমনিভাবেই কর্মযোগী কর্ম করে, ধর্মযোগী ধর্ম;
কর্মধর্ম বিভেদ মাঝে যায় হারিয়ে আসল কথা মর্ম!
কর্মই ধর্ম ব'লে হাঁক পারে যে কর্মযোগী
কর্ম করার অহংকার তার মজ্জাগত, সে রোগী!
ধর্ম ধর্ম ব'লে যারা কর্মের নামে করছো খালি হট্টগোল
অনুষ্ঠানের নামে তোরা ধর্মটাকে চিতায় তোল!
কর্ম মাঝেই ধর্ম আছে আর ধর্ম মাঝে কর্ম
জেনো এ পরম সত্য!
বাঁচা-বাড়া আছে যেথায় তাহাই কর্ম, তাহাই ধর্ম!
এ নেই যেখানে তাহাই অসৎ, তাহাই অসত্য।
কর্ম তোমার ধ্যান জ্ঞান কর্ম নিয়েই বাঁচো!
কর্ম মাঝে তুফান ওঠে কথার তুফান বটে!
ধর্মহীন কর্ম জেনো পুতুল কিন্তু বিকিকিনির হাটে।
ধর্মযোগী পুরুষ তুমি ধর্ম নিয়েই থাকো;
ধর্ম তোমার ধ্যান জ্ঞান ধর্ম নিয়েই বাঁচো!
ধর্ম মাঝে তুফান ওঠে ভক্তির তুফান বটে!
কর্মহীন ধর্ম জেনো প্রসব করে কিন্তু অশ্বডিম্ব ঘটে!
কর্মযোগী মারছে ঝাঁপ কর্ম নিয়ে ফাটিয়ে ঢাক
কর্মমাঝে মারছে ঘাই কর্ম কর্ম মারছে হাঁক!
ধর্ম ধর্ম জিগির তুলে ধর্মযোগী ছুটিয়ে ঘোড়া
দেশটাকে ক'রে টুকরো টুকরো করছে শেষে কানা খোঁড়া!
কর্ম-ধর্মের মনভুলানী বাদাম তুলে করতে চাইছো বাজিমাৎ!?
ভুলভুলাইয়ার ঘুলঘুলিতে হবেই হবে নিশ্চিত কুপোকাত।
এমনিভাবেই কর্মযোগী কর্ম করে, ধর্মযোগী ধর্ম;
কর্মধর্ম বিভেদ মাঝে যায় হারিয়ে আসল কথা মর্ম!
কর্মই ধর্ম ব'লে হাঁক পারে যে কর্মযোগী
কর্ম করার অহংকার তার মজ্জাগত, সে রোগী!
ধর্ম ধর্ম ব'লে যারা কর্মের নামে করছো খালি হট্টগোল
অনুষ্ঠানের নামে তোরা ধর্মটাকে চিতায় তোল!
কর্ম মাঝেই ধর্ম আছে আর ধর্ম মাঝে কর্ম
জেনো এ পরম সত্য!
বাঁচা-বাড়া আছে যেথায় তাহাই কর্ম, তাহাই ধর্ম!
এ নেই যেখানে তাহাই অসৎ, তাহাই অসত্য।
( লেখা ১১ই জানুয়ারী'২০১৯ )
No comments:
Post a Comment