Powered By Blogger

Saturday, January 11, 2020

আহ্বানঃ দায়!

টিভি চ্যানেলে চ্যানেলে আলোচনার নামে বন্ধ হ'ক প্রতিদিন বুড়ো-বুড়ি খোকা-খুকীদের চিৎকার চেঁচামেচির সংস্কৃতি! বন্ধ হ'ক সঞ্চালকের মাঝখানে বক্তার কথা বলা এবং বক্তার মাঝে সঞ্চালকের কথা বলা! কে কি বলছে, কে কি বলতে চাইছে কারও কথায় শুনতে পাই না, বুঝতে পারি না। আগামী প্রজন্ম কি শিখছে? দেশের ধার কেউ ধারছে না। আমজনতার ও আগামী প্রজন্মের সুখ সমৃদ্ধি ভাঁড় মে যায়! আলোচকরা কেউ কাউকে বলতে দেয় না। অবাক লাগে সবাই বোদ্ধা!!!! কেউ ভুল নয়!!!!!! সবাই ঠিক!!!!!! আর সঞ্চালক খুব কৌশলে সঠিক সময়ে প্রসঙ্গ থেকে প্রসংগান্তরে চলে যান!!!!! যে বিষয়ে আলোচনা শুরু হয় ডিবেট শেষে সেই বিষয় থেকে ১৮০ডিগ্রি ঘুরে চলে যায় অন্য বিষয়ে। শ্রোতাদের সঙ্গে মস্করা করে চ্যানেল কর্তৃপক্ষ ও সঞ্চালক! হয় এই বোকাবাক্সের বোকা বানানো ভিত্তিহীন ডিবেট বন্ধ হ'ক, মানুষ সন্ধ্যাবেলায় চ্যানেলে চ্যানেলে তিতিবিরক্ত উচ্ছের পায়েস খাওয়ার হাত থেকে বাঁচুক, সুখের বদলে অন্তত স্বস্তি পাক নতুবা যে বিষয়ে ডিবেট সেই বিষয়ে একে একে বক্তারা তাদের বক্তব্য পেশ করুক, সঞ্চালক প্রশ্ন করুক বক্তারা উত্তর দিক এবং যাকে জিজ্ঞেস করবেন সঞ্চালক তিনি উত্তর দিক। কথার মাঝখানে, কথা শেষ হওয়ার আগে কেউ যেন টাং না গলায়। কারও বক্তব্যের উত্তরে কারও যদি বক্তব্য থাকে সে বক্তার বক্তব্যের শেষে পাল্টা বক্তব্য পেশ করুক এবং অবশ্যই সঞ্চালকের অনুমতি নিয়ে। কথার মাঝখানে যেন কেউ কথা না বলেন। বললে তাকে অনুষ্ঠান থেকে বহিস্কার করা হ'ক। আর অনুষ্ঠান হ'ক স্বাস্থ্যসম্মত। সঞ্চালক ও বক্তারা যেন টিভি শ্রোতাদের চার অক্ষর না ভাবেন যে শ্রোতা বা দর্শকদের যে যা খাওয়াবে আর তাই অভুক্তের মত নোলা ঝরিয়ে খেয়ে নেবে।

এখনও সময় আছে আসুন একটু ভাবুন অনুষ্ঠান হরিহরের গোয়াল ঘরে যেন আর পরিণত না হয়। আসুন বাংলা তথা ভারতের সংস্কৃতিকে সবাই মিলে রক্ষা করি। এ দায় আমার আপনার সবার!!!

No comments:

Post a Comment