Powered By Blogger

Saturday, January 11, 2020

শব্দদানব ডি জে!

শিব ঠাকুরের আপন দেশে-------

সরকার কি কোমায় আচ্ছন্ন!? নববর্ষের ডি. জে. শব্দ দানবের তান্ডব কি কানে পৌঁছোয় না!? চোখে দেখে না!?!?!? সরকার, প্রশাসন, প্রশাসক কি কালা!? অন্ধ!?!?

ঠিক এমনি বরাবরের অন্যান্য অনুষ্ঠান, উৎসব ও পুজোর মত ছট পূজার সময়ও পানিহাটি স্বদেশী মোড়ে জনবহুল বি. টি. রোডে প্রকাশ্যে দেখেছিলাম সারাদিনব্যাপী শব্দদানবের দাপাদাপি, শুনেছিলাম জনবহুল ব্যস্ত রাস্তায় গাড়ির ভিড়ে ডি. জে. শব্দদানবের হুঙ্কার! কেউ কারও কথা শুনতে পাচ্ছে না, কারও সঙ্গে কথা বলতে পারছে না! গাড়ির হর্ন চাপা পড়ে যাচ্ছে ডি. জে-র ভয়ঙ্কর গর্জনের নীচে!!!!! একটা অদ্ভুত দানবীয় উল্লাসের খুল্লমখুল্লা স্বাধীনতা! কোনও প্রশাসন নেই, নেই কোনও শাসন ও নেই কোনও প্রশাসক! অনুরোধ করলে সামান্য একটু কমিয়ে দেয় একজন আর পরমুহূর্তেই আর একজন ছট পূজার উদ্যোক্তা এসে দ্বিগুন বাড়িয়ে দেয় শব্দের ভলিউম!! শব্দের প্রচন্ডতায় সৃষ্টি হয়েছে একটা উচ্শৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ আর সেই পরিবেশে নীরবে মানুষ মুখ বুজে সহ্য ক'রে চলেছে ঈশ্বর পূজার অত্যাচার!!!!! কয়েকটি মাত্র মানুষ দাপিয়ে বেড়াচ্ছে স্বদেশী মোড়ের মত জনবহুল রাস্তার পাশে সরকার, প্রশাসন, প্রশাসক আর তামাম নাগরিকের সুবিধা-অসুবিধাকে বুড়ো আঙুল দেখিয়ে বলাৎকার করতে করতে!!!!!! যেন মনে হচ্ছে দেশে কোনও সরকার, পুলিশ, প্রশাসন, প্রশাসক নেই! চালাও পানসি! শালা যা চলছে, চলুক! যা হচ্ছে, হ'ক! চলেছে! চলছে!! চলবে!!! হয়েছে! হচ্ছে!! হবে!!! শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে!! হ্যাটস অফ পুজোপার্বন! হ্যাটস অফ নববর্ষ!! হ্যাটস অফ অনুষ্ঠান-উৎসব!!! হ্যাটস অফ সরকার, প্রশাসন, প্রশাসক!!!! হ্যাটস অফ তামাম সাধারণ-অসাধারণ, শিক্ষিত-অশিক্ষিত, লেখাপড়া জানা ও না-জানাওয়ালা আম নাগরিক!!!!! হ্যাটস অফ!!!!!!! -------প্রবি।

No comments:

Post a Comment