বক্তা আছে শ্রোতা নেই
লেখক আছে কিন্তু পাঠক নেই
বলছে নেতা, বলছে নেত্রী
কিন্তু কাজ করার নেই কোনো কর্মী!
ধর্মক্ষেত্র শিক্ষাক্ষেত্র সবক্ষেত্রেই
সবাই বলছে যা সব অসম্পূর্ণ!
বলছে ভুল, শেখাচ্ছে ভুল কারণ
তাদের ভুলে ভরা জীবন সম্পূর্ণ!
রাজনীতি নোংরানীতি নয়কো রাজার নীতি
ছল-চাতুরী, চুরি-চামারী, ধান্দা আর মিথ্যার বেসাতি!
কেন!? কেন এমন হয়? কারণ
বিধির নিয়ম সবার জন্য
শুধু মানুষের জন্য নয়!
কুকুর বিড়াল গাছপালা পোকামাকড়
টিকটিকিটাও বলছে 'ঠিক ঠিক'
প্রকৃতির নিয়মকে ধরো! কিন্তু মানুষ বলছে, বেঠিক!
মানুষ নিজেই বিধি! বিধির বিধানের চেয়েও বড়!
বিধির বিধানে উল্টো নজির
মানুষ এমন শক্তিমান বিধিকে পায় না ভয়!
বিধির বিধান তাই আজ আর মানুষের জন্য নয়।
বর্ণাশ্রম ধ্বস্তন্যস্ত!
উপর পড়ছে নিচে, নিচ উঠছে উপরে
যা ইচ্ছে তাই করছে মানুষ, খুঁড়ছে কবর
আর পড়ছে নিজেই নিজের খোঁড়া কবরে!
পা করছে মাথার কাজ, মাথা করছে পায়ের
হাত করছে পেটের কাজ, পেট করছে হাতের!
প্রকৃতির নিয়ম উল্টে দিতে সবাই সদাই ব্যস্ত!
'চতুর্বরণ্যং ময়া সৃষ্ট্যং----' তত্ত্ব আজ বিলুপ্ত!
বিপর্যস্ত জন্মবিজ্ঞান, বিধ্বস্ত প্রকৃতি!
কল্পবিজ্ঞান জনম মাঝে মারছে ঘাই,
জন্ম নিচ্ছে সেথায় বিকৃতি!
প্রকৃতির নিয়মে চলছে সবাই
গাছ, পশু, পাখি থেকে টিকটিকি
মানুষের জন্মের বেলায় নিয়ম প্রকৃতির নয়
নিয়ম বুদ্ধিজীবীর! কারণ মানুষ শ্রেষ্ঠ জীব
জীব-জগৎ-জীবন-কারণ মাঝে মানুষ ব্যতিক্রমী!!
তাই যা হচ্ছে হ'ক কারন দেশ জুড়ে চলছে খেলা বিধি ভঙ্গের!
হাতে-ভাতে-কাপড়ে মারছে-মরছে সবাই, অপেক্ষা ভয়ঙ্কর ধংসের!!
দুর্যোধনেরা লম্প দিয়ে ঝম্প মারে, আজও দুঃশাসনেরা নারীর কাপড়ে মারে টান!
ভীষ্মরা আজও রাজসভায় চুপ ক'রে থাকে
নীতির কচকচিতে প্যারালাইজড সভ্যতা, শিক্ষা-চেতনা ম্রিয়মান!!
-----------প্রবি।
লেখক আছে কিন্তু পাঠক নেই
বলছে নেতা, বলছে নেত্রী
কিন্তু কাজ করার নেই কোনো কর্মী!
ধর্মক্ষেত্র শিক্ষাক্ষেত্র সবক্ষেত্রেই
সবাই বলছে যা সব অসম্পূর্ণ!
বলছে ভুল, শেখাচ্ছে ভুল কারণ
তাদের ভুলে ভরা জীবন সম্পূর্ণ!
রাজনীতি নোংরানীতি নয়কো রাজার নীতি
ছল-চাতুরী, চুরি-চামারী, ধান্দা আর মিথ্যার বেসাতি!
কেন!? কেন এমন হয়? কারণ
বিধির নিয়ম সবার জন্য
শুধু মানুষের জন্য নয়!
কুকুর বিড়াল গাছপালা পোকামাকড়
টিকটিকিটাও বলছে 'ঠিক ঠিক'
প্রকৃতির নিয়মকে ধরো! কিন্তু মানুষ বলছে, বেঠিক!
মানুষ নিজেই বিধি! বিধির বিধানের চেয়েও বড়!
বিধির বিধানে উল্টো নজির
মানুষ এমন শক্তিমান বিধিকে পায় না ভয়!
বিধির বিধান তাই আজ আর মানুষের জন্য নয়।
বর্ণাশ্রম ধ্বস্তন্যস্ত!
উপর পড়ছে নিচে, নিচ উঠছে উপরে
যা ইচ্ছে তাই করছে মানুষ, খুঁড়ছে কবর
আর পড়ছে নিজেই নিজের খোঁড়া কবরে!
পা করছে মাথার কাজ, মাথা করছে পায়ের
হাত করছে পেটের কাজ, পেট করছে হাতের!
প্রকৃতির নিয়ম উল্টে দিতে সবাই সদাই ব্যস্ত!
'চতুর্বরণ্যং ময়া সৃষ্ট্যং----' তত্ত্ব আজ বিলুপ্ত!
বিপর্যস্ত জন্মবিজ্ঞান, বিধ্বস্ত প্রকৃতি!
কল্পবিজ্ঞান জনম মাঝে মারছে ঘাই,
জন্ম নিচ্ছে সেথায় বিকৃতি!
প্রকৃতির নিয়মে চলছে সবাই
গাছ, পশু, পাখি থেকে টিকটিকি
মানুষের জন্মের বেলায় নিয়ম প্রকৃতির নয়
নিয়ম বুদ্ধিজীবীর! কারণ মানুষ শ্রেষ্ঠ জীব
জীব-জগৎ-জীবন-কারণ মাঝে মানুষ ব্যতিক্রমী!!
তাই যা হচ্ছে হ'ক কারন দেশ জুড়ে চলছে খেলা বিধি ভঙ্গের!
হাতে-ভাতে-কাপড়ে মারছে-মরছে সবাই, অপেক্ষা ভয়ঙ্কর ধংসের!!
দুর্যোধনেরা লম্প দিয়ে ঝম্প মারে, আজও দুঃশাসনেরা নারীর কাপড়ে মারে টান!
ভীষ্মরা আজও রাজসভায় চুপ ক'রে থাকে
নীতির কচকচিতে প্যারালাইজড সভ্যতা, শিক্ষা-চেতনা ম্রিয়মান!!
-----------প্রবি।
No comments:
Post a Comment