Powered By Blogger

Saturday, January 11, 2020

বুদ্ধিজীবীদের প্রতি আবেদন।

বুদ্ধিজীবীদের প্রতি আবেদন।

মেঘ যখন সূর্যকে ঢেকে রাখে তখন মনে হয় চতুর্দিকে ঘোর অন্ধকার! সেই অন্ধকারে তৈরি হয় নানা সংশয়, বিরক্তি। কিন্তু তার স্থায়িত্ব কাল সাময়িক, ঠিক তেমনি মিথ্যে ঢেকে রাখে সত্যকে কিছুদিন। মিথ্যের শক্তি প্রবল! মিথ্যের লম্পঝম্প পাহাড় কাঁপানো। সেই মিথ্যের ঝলকানিতে সত্যের প্রতি অবিশ্বাস দানা বেঁধে ওঠে। অস্থিরতা মাথা চাড়া দেয়। সাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। নেমে আসে অরাজকতা। সর্বনাশের বেজে ওঠে সাইরেন।

সত্য কিন্তু ধীর স্থির। হাঁকডাক, লম্পঝম্প, মাতামাতি সত্যের স্বভাব বিরুদ্ধ। তাই সত্যের প্রতি বিশ্বাসও কম। অবিশ্বাস তাকে গ্রাস করে দ্রুত। কিন্তু মিথ্যের মেঘ তাকে চিরদিন ঢেকে রাখতে পারে না। সময়ের অপেক্ষা মাত্র। মেঘ সরিয়ে যেমন সূর্য আবার আত্মপ্রকাশ করে আর চারিদিক আলোয় ভাসিয়ে দেয় ঠিক তেমনি মিথ্যের জাল ছিঁড়ে ছিন্নভিন্ন ক'রে সত্যও একদিন উদ্ভাসিত হয় জগতের বুকে। শুধু সময়ের অপেক্ষা।

আর এই যে যখন মিথ্যে সত্যকে ঢেকে রাখে তখন মিথ্যে তার অন্ধকার নিয়ে চারপাশ আচ্ছন্ন ক'রে দেয় আর মানুষ সেই মিথ্যের অন্ধকারে অভ্যস্ত হ'তে থাকে ধীরে ধীরে। এইটাই আম আদমির স্বভাব। আর তার ফলস্বরূপ সত্য উদ্ভাসিত হওয়ার আগেই যা সর্বনাশ হওয়ার তাই-ই হয়।

কিন্তু খারাপ লাগে ভাবতে, দুঃখ লাগে আম আদমী না হয় সত্যের গভীরতা তো দূরের কথা উপরি ভাসা ভাসা সত্যকেই বুঝতে পারে না, চিনতে পারে না কিন্তু যারা বুদ্ধি বেচে খায়, বিচার শক্তি, বোধবুদ্ধি প্রবল তারা যখন এই মিথ্যের মেঘের স্থায়িত্ব কালকে বাড়িয়ে দেয়, মিথ্যের ঘনত্বকে বাড়িয়ে তোলে, মিথ্যের পালে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাওয়া দেয়, মিথ্যের পরিস্থিতিকে অনিচ্ছেয় হ'ক আর ইচ্ছেয় হ'ক জটিল ক'রে তোলে, সত্য-মিথ্যের তফাৎ করতে না পারার মত বিভ্রান্তি তৈরি করে তখন ভবিষ্যৎ কোন সর্বনাশের খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে তা ভাবলেও ঘুমের ঘোরে সচেতন মানুষ মাত্রই চমকে ওঠে।

তাই বর্তমান ভারতে শরণার্থীদের নাগরিকতা প্রদান বিলের বিরুদ্ধে যে আগুন জ্বলছে সেই আগুন জ্বলার পিছনে সত্যই বা কি মিথ্যাই বা কি তা আমআদমির পক্ষে বোঝা কঠিন হ'য়ে উঠেছে। এমনিতেই এইরকম কঠিন ও জটিল প্রশ্নে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন তার উপর যদি এরকম অগ্নিগর্ভ জটিল পরিস্থিতির উদ্ভব হয়। তাই দেশের বর্তমান জটিল অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাজনীতির বাইরে দেশের সমস্ত ক্ষেত্রের শিক্ষাবিদ, ইতিহাসবিদ, অভিনেতা, কবি, শিল্পী, সাহিত্যিক ইত্যাদি স্বনামধন্য মানুষের কাছে অনুরোধ আপনারা দেশের স্বার্থে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সত্যকে জানুন, সত্যকে বুঝুন ও আমাদের মত আম মানুষের কাছে সত্যকে সহজ সরল ক'রে তুলে ধরুন। আর বিনীত অনুরোধ আপনারা দেশের সম্মানিত ব্যক্তিরা মতামত প্রকাশ করার আগে, সত্যকে তুলে ধরার আগে দেশের সর্বত্র ঘটে চলা বর্তমান জঘন্য, নিন্দনীয় ঘটনার নিন্দা করুন, বলিষ্ঠ প্রতিবাদ করুন তাদের বিরুদ্ধে যারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের নামে  দেশের সম্পদ নষ্ট করেছে ও করছে, আগুন জ্বালাচ্ছে, অরাজকতার সৃষ্টি করেছে ও করছে। আপনারা নাগরিকত্বের দাবিতে আনা বিলের বিরুদ্ধে অন্যায্য, অন্যায় যদি কিছু থাকে বলুন, অবশ্যই বলুন, বলিষ্টভাবে কঠোরভাবে বলুন কিন্তু বলার আগে, সরকারের গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে তোপ দাগার আগে দয়া ক'রে তোপ দাগুন সেই সমস্ত সুযোগ সন্ধানী মানুষ, সেইসমস্ত দেশবিরোধী পদক্ষেপ, স্লোগান, সেইসমস্ত অগ্নিগর্ভ ঘটনা, সেইসমস্ত উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল জনতা ও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে।

আসুন, আপনারা আপনাদের সুনামের প্রতি যত্নশীল হ'ন। আপনারা নিউজ চ্যানেলে আপনাদের সুচিন্তিত, বলিষ্ঠ, স্পষ্ট বক্তব্য রাখুন। দেশের এন আর সি ও ক্যাব-এর বিরুদ্ধে বিশ্লেষণমূলক বক্তব্য রাখুন। যদিও এন আর সি এখন আলোচ্য বিষয় নয়, এখন মূল আলোচ্য বিষয় ছিল নাগরিকত্ব বিল অথচ দুটো বিষয়কে এক ক'রে খিচুড়ি বানিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আপাততঃ নাগরিকত্ব বিল নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত সাংবাদিক সম্মেলন ক'রে বলুন। আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে আবেদন আপনারা বর্তমান স্পর্শকাতর অরাজকতার ভূমিতে নেমে শান্তিপূর্ণভাবে বক্তব্য রেখে পরিস্থিতিকে আরো জটিল ক'রে তুলে অস্থির অগ্নিগর্ভ পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ ক'রে তুলবেন না, অন্যায়কারী অপরাধীদের ঘোলা জলে মাছ ধরার সুযোগ ক'রে দেবেন না। অন্যায়কারীর বিরুদ্ধে বলিষ্ঠ ভাবে আপোষহীন মনোভাবে অকপট হৃদয়ে প্রতিবাদের মজবুত পাঁচিল গড়ে তুলুন তারপর সরকারের অন্যায় পদক্ষেপ, সিদ্ধান্ত যদি কিছু থাকে তার বিরুদ্ধে আন্দোলনে নামুন দ্বিধাহীন চিত্তে স্বচ্ছ তথ্য ও তত্ত্ব হাতে নিয়ে। আমজনতাকে বিভ্রান্তির হাত থেকে বাঁচাবার দায়িত্ব আপনাদেরও। আসুন আপনাদের প্রতি সাধারণ মানুষদের ভরসা অক্ষুন্ন থাকুক সেই কামনা করি। নতুবা------------।
--------------প্রবি।

No comments:

Post a Comment