Powered By Blogger

Sunday, January 12, 2020

কবিতাঃ আনন্দ ধারা!

চলো চলো ভাই চলো চলে যাই
জীবন থেকে অনেক দূরে চলো চলে যাই।
জীবন বলে, যেও না যেও না গো
আমায় ছেড়ে গেলে তুমি মরণ পাবে গো!
আমি বলি, চলো চলো চলো চলে যাই
শহর ছেড়ে অনেক দূরে চলো চলে যাই।
জীবন বলে, পাগল তুমি বোঝো না ভাই কেন?
শহর ছেড়ে যেথা যাবে সেথা আঁধার পাবে জেনো!
আমি বলি, ইট-কাঠ-পাথর ছেড়ে চলো বহুদূরে যাবো
প্রকৃতির মাঝে সেথা আলো খুঁজে পাবো!
হিংসা, নিন্দা, কুটিলতা যত নেগেটিভ ভাব
নিয়ে চিন্তা-ভাবনা, কাম কামনায় জীবন বরবাদ!
তাই বলি, ধুর শালা জীবন থেকে পলাই চলো
বল হরি হরি বোল, সদাই হরি হরি বলো!
পাবে না পাবে না কোথাও আলো পাবে না
হরি বোল হরি বোল ব'লে যতই তুমি কাঁদো না!
জীবন বলে, বুকের থেকে যতদিন আঁধার না যাবে
দুঃখ-ব্যথা জ্বালা-যন্ত্রনা ফিরে ফিরে পাবে!
বনে গেলে শান্তি পাবো পাহাড়ে গেলে সুখ
আমি বলি, সাগরে গেলে সারবে যে অসুখ।
জীবন বলে, ভুল ভুল সব ভুল, সব ভুল ভাই
শান্তি-সুখ অসুখ-বিসুখ সব মনের বালাই!
সব ছেড়ে এসো বন্ধু চলো যাই নিজ নিকেতনে
আনন্দের ধারা বহে সেথা পরম ধামে!
সেই ধাম পরম ধাম আনন্দের ধাম
সেই ধামে ব'সে করি এসো সদা পরমপিতার নাম!
নাম-ধ্যান মাঝে আছে অপার শান্তি
আছে সুখ, আছে জীবন, সেথা 'জীবন' খুঁজে পাবি।
প্রবি।

No comments:

Post a Comment