৩৭০ ধারা বিলুপ্তি, তিন তালাক নিষিদ্ধ এবং রাম মন্দিরের মত স্পর্শকাতর বিষয় নিয়ে যা হ'লো না দেশে আজ শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রশ্নে দেশ হ'লো অগ্নিগর্ভ!? তখন কোথায় ছিলেন দেশের বিরোধী দল ও নেতৃবৃন্দ!? কোথায় ছিলেন দেশের প্রতিবাদী বুদ্ধিজীবী সম্প্রদায়!? তখন কেন এরকম অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়নি!? যদিও অল্পবিস্তর চেষ্টা হয়েছিল। সফল হয়নি। সফল হওয়ার সুযোগ পায়নি। যখন নির্ভয়া বলাৎকার ও হত্যা ঘটনায় অপরাধীদের নিয়ে টালবাহানা চলছে, মস্করা চলছে আইনি ব্যবস্থায় তখন কোথায় ছিলেন দেশের তামাম নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবী সম্প্রদায়!? কোথায় ছিলেন বুদ্ধিজীবী সম্প্রদায় ও বিপ্লবী নেতৃবৃন্দ তখন যখন ডঃ প্রিয়াঙ্কা রেড্ডির উপর নারকীয় নির্ম্মমভাবে গণ বলাৎকার ও হত্যা হয়!? এইসব ঘটনা তেমন গুরুত্বপূর্ণ নয় যে স্বনামধন্য বুদ্ধিজীবীদের কলম ধরতে হবে, কোনও মন্তব্য করতে হবে কিংবা নেতানেত্রীদের হুঙ্কার ছাড়তে হবে। আর আজ দেশজুড়ে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান বিলের বিরুদ্ধে যে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে দেড় জুড়ে সেইসব ঘটনা কিসের ইঙ্গিত বহন করে!? কায়েমী স্বার্থ রক্ষাকারী মানুষ লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন হাটে-বাটে, পথে-ঘাটে, মাঠে-ময়দানে "দে মা লন্ডভন্ড ক'রে লুটে পুটে খায়" গান গাইতে গাইতে! কে বা কারা সুযোগ ক'রে দিচ্ছেন এদের!? এগুলি কি হতাশার প্রতিফলন!? কাদের হতাশা!? কিসের হতাশা!? এসবের উত্তর কে দেবে?
No comments:
Post a Comment