Powered By Blogger

Saturday, January 11, 2020

চ্যালেঞ্জ!

নতুন বছরে আসুন ঠাকুরকে ঠাকুর যা চেয়েছিলেন, যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ গ্রহণ করি। চ্যালেঞ্জ মানে চলনকে সঠিক পথে চালিত করার ও ক'রে চলার জন্য নিজেকে আরেঞ্জ করা। ঠাকুরকে মাথায় নিয়ে চলা অর্থাৎ তাঁর চলন পুজো করা, চরণ পুজো নয়, নয় ফুল বেলপাতা, ধূপধুনো দিয়ে পুজো, পুজো মানে স্বাগতম অর্থাৎ তাঁর চলা, বলা, কথা, আচার, ব্যবহার ইত্যাদিকে নিজের চরিত্রে আপন ক'রে নেওয়া, মিশিয়ে নেওয়া! দেখব সব সমস্যা কেটে যাবে ধীরে ধীরে! কাটবেই!! আসুন বিশ্বাস রাখি নিজের ও ঠাকুরের ওপর আর সেইভাবে চলি যেন ঠাকুর খুশী হন!!!!!
---প্রবি।

No comments:

Post a Comment