Powered By Blogger

Sunday, January 12, 2020

স্বামীজী ও আমরা!

আজ স্বামীজীর জন্মদিন। আর কতদিন জন্মদিনের নামে সরকারী-বেসরকারী বাচ্চা-বুড়োর লোকদেখানো শ্রদ্ধাজ্ঞাপন চলবে!? প্রতিবছর এই গোড়া কেটে আগায় জল ঢালার মত কেন এইসব মহাত্মাদের নিয়ে হুল্লোড়বাজি চলে!? যারা এইসব মহাত্মাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন ও পালন করেন তারা কি এদের চরিত্রকে নিজের চরিত্রে মেলাবার বা ফুটিয়ে তোলার চেষ্টা করেন!? আর কতদিন, কতবছর এইসব অনুষ্ঠান প্রধান নাটকের আয়োজন চলবে!? আর কতকাল ছাত্রযুবসমাজ পথ খুঁজে পথ হারাবে এইসমস্ত অনুষ্ঠান প্রধান আয়োজনের মহড়ায়!? আর কতকাল এইসমস্ত মহাত্মাদের আত্মা শুধু আপাদমস্তক বৃত্তি-প্রবৃত্তিতে ডুবে থাকা লোকদেখানো হৈহুল্লোড়ে ভরপুর অনুষ্ঠানের অপমান সহ্য করবে!? কবে বন্ধ হবে এইসমস্ত ব্যবসায়ী উপকরণে পরিণত মহাত্মাদের জীবন নিয়ে ঝাঁ চকচকে ফাঁপা অনুষ্ঠানের আয়োজন!? হবে না। কোনোদিনই হবে না। সেই ট্র্যাডিশন সমানে চলেছে ও চলবে! কারণ উদ্যোক্তারা যতদিন না উদ্যোগ নেবে নিজের চরিত্রে মহাত্মার চরিত্র বপনের কাজ ততদিন চলবে এই ভণ্ডামির বীজ বপন আর বপন, বপন আর বপন!!!!!!!---------প্রবি।

No comments:

Post a Comment