Powered By Blogger

Sunday, January 12, 2020

উপলব্ধি: ৭

বিবেকানন্দের জন্মদিন।

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাঁর এই পবিত্র জন্মদিনে তাঁকে আমার অন্তর উৎসারিত ভক্তি, শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আসুন আজ তাঁর ব'লে যাওয়া কথা স্মরণ করি।

শিকাগোয় স্বামী বিবেকানন্দ, সেপ্টেম্বর, ১৮৯৩ তাঁর ফটোর বাঁদিকে ইংরেজিতে লিখেছিলেন: "one infinite pure and holy – beyond thought beyond qualities I bow down to thee" অর্থাৎ "প্রণাম করি সেই একক, অনন্ত, শুদ্ধ ও পবিত্র –চিন্তা ও গুণের অগম্য ঈশ্বরকে।

মনে প্রশ্ন জাগে, কে সেই একক, অনন্ত, শুদ্ধ ও পবিত্র চিন্তা ও গুণের অগম্য অর্থাৎ ঈশ্বর? তিনি কি আকাশের ভগবান? তিনি কি মাটির কোনো মূর্তি বা পুতুল? তিনি কি নিরাকার? তাঁর কি কোনো আকার নেই? তিনি কি দৃশ্যমান? তাঁকে কি আমার মত রক্তমাংসের মানুষ হিসাবে আমাদের মাঝে পাই? তিনি সমস্ত প্রাণে প্রাণে অবস্থান করেন এত গভীর তত্ত্ব জ্ঞানে আমার রুচি নেই, নেই কোনো তাত্ত্বিক আমেজে বুঁদ হ'য়ে ডুবে থাকার চুলকুনি। বাইবেলে প্রভু যীশু বলেছেন, " God has created the man after his own image". এর মানে কি? সৃষ্টির বুকে সমস্ত জীবের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষকে তাঁর নিজের প্রতিবিম্ব রূপে ঈশ্বর সৃষ্টি করেছেন। পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় ৭০০কোটি। তাহ'লে ৭০০কোটি মানুষই তাঁর নিজের প্রতিবিম্ব। এই যদি হয় তাহ'লে এই ৭০০ কোটির মধ্যে আলাদা ক'রে কি ঈশ্বরের কোনো অবস্থান বা উপস্থিতি আছে যাকে ঐ বিবেকানন্দের "one infinite pure and holy – beyond thought beyond qualities I bow down to thee" অর্থাৎ "প্রণাম করি সেই একক, অনন্ত, শুদ্ধ ও পবিত্র –চিন্তা ও গুণের অগম্য ঈশ্বরকে" কথা অনুযায়ী প্রণাম করতে পারি!? বিবেকানন্দ কার কথা বলেছেন? তিনি কি নিরাকার রূপে ঈশ্বরকে প্রণাম করার কথা বলেছেন নাকি সাকার রূপে কাউকে প্রণাম করার কথা বলতে চেয়েছেন?

তিনি কি বলতে চেয়েছেন সেটা স্বামীজির ব্যাপার। স্বামীজির উপলব্ধির কাছে আমার উপলব্ধি স্বামীজীর পায়ের ধূলিকণারও যোগ্য নয়। আমার উপলব্ধিতে যা ধরা দেয় তা' হ'লো প্রভু যীশু যা বলতে চেয়েছেন তার মর্মার্থ হ'লো, সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং ব্রহ্মাণ্ডের পর ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে করতে এই ব্রহ্মাণ্ডের গ্রহ, নক্ষত্র সৃষ্টি করতে করতে এই পৃথিবী গ্রহের মধ্যে এসে পাহাড়-পর্বত, নদনদী, গাছপালা, পশুপাখি, পোকামাকড় সর্বশেষ মানুষ সৃষ্টি করেন। আর এখানেই লুকিয়ে আছে প্রভু যীশুর মর্মবাণী। পৃথিবীর এই ৭০০কোটি মানুষের মধ্যে স্বয়ং ঈশ্বর নিজেকে নিজে আবার আলাদাভাবে প্রকাশ করেছেন। সেই ৭০০কোটি মানুষের মধ্যে তাঁর সর্বশ্রেষ্ঠ প্রকাশিত রূপ হ'লো প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ ও তাঁর পূর্ণ প্রকাশ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র। বাইবেলে বলা হচ্ছে, যীশু ঈশ্বরপুত্র। আমার উপলব্ধি তিনি স্বয়ং ঈশ্বর আর আমরা তাঁর পুত্র।

তাই আজ পরম শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মদিনে তাঁর কথা  "one infinite pure and holy – beyond thought beyond qualities I bow down to thee" অর্থাৎ "প্রণাম করি সেই একক, অনন্ত, শুদ্ধ ও পবিত্র –চিন্তা ও গুণের অগম্য ঈশ্বরকে"- স্মরণ করি এবং আমি যা বুঝি তাহ'লো সেই একক, অনন্ত, শুদ্ধ ও পবিত্র- চিন্তা ও গুণের অগম্য ঈশ্বর শ্রীশ্রীরামকৃষ্ণের রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। জীবন্ত ঈশ্বর শ্রীশ্রীরামকৃষ্ণের শ্রীচরণে প্রণাম জানিয়ে আভূমি প্রণাম জানাই তাঁর মিশন প্রচারের প্রধান ভক্তপ্রবর স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনে স্বামীজীর শ্রীরাঙা চরণে।

No comments:

Post a Comment