Powered By Blogger

Saturday, January 11, 2020

নতুন বছর ২০২০!

নতুন বছরকে স্বাগত জানাবার বহর দেখে মনে হচ্ছে না দেশের বুকে কোনও গভীর অসুখ বাসা বেঁধেছে, দেশে কোনও গরিবী আছে, আছে কোনও কঠিন সমস্যা!! মনে হচ্ছে না কোনও বেকারত্ব আছে, আছে আকাশছোঁয়া দাম! মনে হচ্ছে না দেশে কোনও প্রবীণ-প্রবীণা আছে! না আছে কোনও অসুস্থ মানুষ! শুধুই আছে বুকের মাঝে, মাথার গভীরে ব্রেনের ঘিলুতে ডিজে-র কান ফাটানো শব্দ হাতুড়ির এলোপাতাড়ি বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি!! হে ঈশ্বর! ধ্বংস হ'য়ে যাক এই উচ্শৃঙ্খল পৃথিবী, নেবে আসুক মহাপ্রলয়!!   প্রবি।

No comments:

Post a Comment