অনেক লেখার মত শুভ নববর্ষে একটা লেখা লিখেছিলাম। নববর্ষের সকাল থেকে উদ্দাম ডি জে-র হুঙ্কারকে মাথায় রেখে 'শিব ঠাকুরের আপন দেশে--------' নামে লেখায় শব্দদূষণের বিষয়টাকে নিয়ে লিখতে গিয়ে ভয়ঙ্কর অস্বাস্থ্যকর প্রতিবাদী মন্তব্যের মুখোমুখি হ'লাম! যা এখনও হ'য়ে চলছে!! নিমেষের মধ্যে ঝাঁকে ঝাঁকে মন্তব্য আসতে লাগলো! যেন মনে হচ্ছে যেন সবাই ওত পেতে বসেছিল! গরম গরম পাতে পড়তে না পড়তেই ঝাঁপিয়ে পড়লো ঠুকরে ঠুকরে ক্ষতবিক্ষত করবে বলে! মনে হচ্ছিল ফেসবুক থেকে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে! কথার ছোবল কি ভয়ঙ্কর নোংরা বিষাক্ত হ'তে পারে তা পোষ্টের মন্তব্যগুলি ছিল সাক্ষী! কিন্তু আমি বাধ্য হ'য়ে বেশীর ভাগ অশ্লীল কুৎসিত মন্তব্য ডিলিট ক'রে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম সব রেখে দেবো, দিয়েছিলামও পরে গা ঘিনঘিন করতে লাগলো, দুর্গন্ধ ছড়াতে লাগলো আমার টাইমলাইন থেকে! তাই ডিলিট করতে লাগলাম একে একে বিষাক্ত মন্তব্যগুলি। কিছু মন্তব্য এখনও রেখে দিয়েছি। মানুষ পড়ুক, জানুক।
পোষ্টের বিষয় ছিল একনাগাড়ে বেজে চলা ডি জে-র ভয়ঙ্কর বুক কাঁপানো গুরুম গুরুম শব্দদূষণ! সেই বিষয়কে সামনে রেখে ভেবেছিলাম একটি পরিবেশ সচেতন গঠনমূলক আলোচনার ক্ষেত্র প্রস্তুত হবে। তার জন্য সবরকম পক্ষে-বিপক্ষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানুষ হিসাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। যদিও এতদিনের অভিজ্ঞতায় জেনেছি কেউই আলোচনার মুখোমুখি হয় না। শুধু কিছু লাইক আর গুরুভাইদের বিরক্তিকর 'জয়গুরু' ছাড়া আর কিছুই হয় না। এইযে জয়গুরু নিয়ে আপত্তিকর মন্তব্যটা করলাম এর জন্যেও সমালোচিত হ'তে হবে। কথাটা বাধ্য হয়েই লিখেছি। কারণ গুরুভাইবোনেদের মোল্লার দৌড় মসজিদের মতন দৌড় জয়গুরু পর্যন্ত। এতে রাগ হ'তে পারে আমার গুরুভাইবোনেদের (যদিও অবশ্যই ব্যতিক্রম আছে তবে তা খুবই নগণ্য) কিন্তু সত্য চিরকালই অপ্রিয়। আমরা গুরুভাইবোনরা যদি এই ফেসবুকের মত স্ট্রং মিডিয়াকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন কে তুলে ধরার কাজে ব্যবহার করতে না পারি তাহ'লে কোটি কোটি ঠাকুরের ঘুমিয়ে থাকা অনুগামী দিয়ে কি হবে!? কি হবে আজ শুধু কোয়ালিটি বিহীন কোয়ান্টিটি দিয়ে!? যদিও দোয়ারে নাম দেওয়ার কথা স্বয়ং ঠাকুর ব'লে গ্যাছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে বর্তমান দুর্যোগপূর্ণ ও আগামী ভয়াবহ ভয়ংকর ভবিষ্যৎ নিয়ে অনুগামীদের কি কি করণীয় তাও ব'লে গ্যাছেন তিনি! অথচ আমরা কতটা তৈরি হয়েছি দূরের কথা কতটা তৈরি হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছি বা চালাচ্ছি তা আমরা নিজেরাই জানি আর সামান্য হ'লেও তার ঝলক পায় ফেসবুকে! আর এলাকায় এলাকায় আমরা জানি আমাদের অবস্থান!
যখন ভাবছিলাম একটা পজিটিভ মানসিকতার প্রতিফলন দেখতে পাবো আমার লেখা ঐ 'শিব ঠাকুরের আপন দেশে-----' পোষ্টের ওপরে কিন্তু দুর্ভাগ্যবশত নেগেটিভ, অতি নেগেটিভ হাওয়ার তোড়ে ভেসে যেতে লাগলো সব! মনে হ'লো দিগন্তব্যাপী ঘর অন্ধকারে ডুবে যাওয়া কালবৈশাখীর ঝড় আছড়ে পড়েছে পোষ্ট করা আমার লেখাটার উপর! অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি! সে কি ভাষা এখনও কানের কাছে গু'য়ে মাছির মত ভনভন ক'রে বেজে চলেছে! চোখ বন্ধ করলেও নোংরা ছবিগুলি ভেসে উঠছে বন্ধ চোখের সামনে! চোখ বন্ধ করলেই বিপদ! ঝাঁকে ঝাঁকে নোংরা লেখাগুলি, ছবিগুলি আছড়ে পড়ছে চোখের পাতার উপর, মণির উপর! আর সমস্ত গালাগালি, কুৎসা, নোংরা বাজারী শব্দের ডালি আর ছবির পশরা নিয়ে ফেসবুকে প্রতিবাদী যুবক-যুবতী সমাজ, অল্পবয়সী ছেলেমেয়ে হৈহৈ, রেরে ক'রে নেবে পড়েছে আমার লেখার বিরুদ্ধে বিপ্লব ঘটাবে ব'লে!!!!!! অবাক হ'য়ে শুধু ভাবতে লাগলাম এই আমার বাংলা ও বাঙালির বর্তমান প্রজন্ম!!!!!
বর্তমান প্রজন্মের ছেলেমেয়ে, যুবকযুবতী আমার পোস্ট করা লেখার বিষয়কে অজুহাত হিসেবে সামনে রেখে নেবে পড়েছে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিস্ময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে পরিকলিপ্ত ও সংগঠিত কুৎসা, নিন্দা, গালাগালি করবে বলে! একের পর এক পোষ্ট ক'রে চলেছে ঠাকুর ও ঠাকুর পরিবার নিয়ে ঘৃণ্য ছবি! চোখ অন্ধ হ'য়ে যায় ঐ সব অশ্লীল ছবি দেখলে ও পড়লে!!!!! তাদের লক্ষ্য শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও ঠাকুর পরিবার। অবাক হ'য়ে যাই, স্তম্ভিত হ'য়ে যাই অল্পবয়সী ছেলেমেয়ে, যুবকযুবতীদের মুখের ভাষা শুনে! আরো বেশি হতভম্ব হ'য়ে যায়, মুখের থেকে কথা হারিয়ে যায় যখন দেখি অল্পবয়সী মেয়েরা, যুবতীরা এমনকি কিছু মধ্য বয়সী নারীরা অনায়াসে অবলীলায়, অবহেলায় ঠাকুরকে, ঠাকুর পরিবারের সদস্যদের খিস্তিখেউর করছে!!!!! এরা নারী জাতি!? এরা আগামী প্রজন্মের জন্মদাত্রী!? এরা কোনও সন্তানের মা!?
এই যুবকযুবতী, ছেলেমেয়েরা যখন নিঃসংকোচে নির্দ্বিধায় মূহুর্তে মুহূর্তে নোংরা পোষ্ট ক'রে চলেছে তখন ভাবলাম এরা কোন পরিবারের সন্তান! এদের পিতামাতারা কি এই অপসংস্কৃতির পৃষ্ঠপোষক!? এদের পিতামাতারা এদের এইরকম ভাষা, ব্যবহার, কথাবার্তা, আচার-আচরণ সমর্থন করেন!? এরা কি জানেন এদের আদরের সন্তানরা এমন ঘৃণ্য বিপ্লবী কাজের সঙ্গে যুক্ত!? বৃদ্ধাঙ্গুষ্ঠ সমান জ্ঞান নিয়ে এরা ঠাকুরের বাণীর ব্যাখ্যা করে!!!!!! খিস্তি দিয়ে, নোংরা ছবি দিয়ে ঠাকুরের বাণীর ব্যাখ্যা করে, ব্যাখ্যা চায়!!!!! আবার একে অপরকে উৎসাহ দেয়, প্রভোক করে, নাম লিখে আহবান করে কাঁচা কাঁচা গালি নিয়ে আসরে জমায়েত হ'য়ে আসরকে গরম করতে!!!! আহ্বান শুনে পিলপিল ক'রে নেবে পড়ে আসরে সব লাইন দিয়ে মজা লুটবে বলে!!!!!
আমি নোংরা ছবি, নোংরা লেখা ১টা ডিলিট করতে না করতেই ১০টা ছবি, ১০টা লেখা কমেন্ট বক্সে ভেসে ওঠে!!!! সমস্ত অশ্লীল কমেন্ট ডিলিট করতে করতে আমি আপাদমস্তক যেন মেথর হ'য়ে গেছি!!!! যেন মনে হচ্ছে গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে!!!!
ঐ সমস্ত প্রতিবাদীদের শব্দদূষণ অভিযোগ একটা অজুহাত মাত্র! তাদের মূল লক্ষ্য শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ও তাঁর পরিবার-পরিজন! ওই সমস্ত মানুষগুলির শিক্ষা, রুচি, বাড়ির পরিবেশ, বন্ধুবান্ধব, সঙ্গ কিরকম অস্বাস্থ্যকর ও সংক্রামক তা ওই সমস্ত পোষ্ট করা কমেন্ট, ছবি দেখলেই, ভাবলেই মাথা ভারী হ'য়ে আসে!! আমার লেখা ঐ পোস্টের প্রসঙ্গ বহির্ভুত শ্রীশ্রীঠাকুরকে নিয়ে কুৎসার চর্চা হ'য়ে গেল মুখ্য আর পোষ্টের বিষয় ডি জে-এর ভয়াবহ শব্দদানব বিষয় হ'য়ে গেল গৌণ!!!!!! হা ঈশ্বর! কি বিচিত্র এই বাংলা আর কি বিচিত্র এই বাংলার বাঙালি!!!!!! ফেসবুক জুড়ে শুধু বাংলার বুকে বাঙালির গালাগালি বাংলা ও ভারত তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে!!!!! ভারতের আর কোন রাজ্যে এই সীমাহীন অসভ্যতা নেই! বাঙালি ছাড়া শ্রীশ্রীঠাকুরকে কেউ নেই কানে গরম সীসা ঢেলে দেওয়ার মত তীব্র জ্বালাময় গা ঘিনঘিন করা গালাগালি করার?
যাই হ'ক এই সমস্ত ছেলেমেয়েরা, যুবকযুবতী-রা শব্দদূষণ নিয়ে আমাকে পাল্টা চার্জ করে অসম্মান, অপমানজনক গালাগালি ক'রে। তারা সৎসঙ্গের নানা অনুষ্ঠানে, উৎসবের সময়, বাড়িতে সৎসঙ্গের সময় মাইক বাজানো নিয়ে পাল্টা প্রশ্ন তোলে। প্রশ্ন তোলে বাঁকুড়ার দারকেশ্বরে উৎসব করা নিয়ে। উত্তর দিতে ইচ্ছে করলেও উত্তর দিতে মন সায় দেয় না। কাকে বা কাদের উত্তর দেবো? ওরা তো উত্তর চায় না! চাইলে আলোচনার টেবিলে বসতো, স্বাস্থ্যকরভাবে মতের আদান-প্রদান করতো। শব্দদানবের ন্যায্য প্রশ্ন তুলতো। কিন্তু তা হয়নি, হওয়ার কথা নয়। যতই এদের উত্তর দাও না কেন সেই ঘুরে ফিরে একই ঘৃণ্য কথার জাগলারি! তারা পায়খানার সেফটি ট্যাঙ্কের পোকার চেয়ে জঘন্য জীবনের অধিকারী আর তাই মুখে টাট্টি কা মাফিক বাত!!!!!!! এরা আলোচনার যোগ্য ও উপযুক্ত নয়।
যাই হ'ক, তবুও এখনও ঐ পোষ্টে অনেক কমেন্ট রয়ে গ্যাছে আর এসেও চলেছে! তাই যে উত্তর ওদের দিতে পারতাম কিন্তু দিইনি সেই উত্তর আমি এখানে দিচ্ছি। এখানে দিচ্ছি আমার গুরুভাইবোনদের উদ্দেশ্যে।
হ্যাঁ! শব্দদূষণ সব ক্ষেত্রেই শব্দদূষণ! তা যেখানেই সে রীতি লঙ্ঘন করুক না কেন! আমাদের সৎসঙ্গের অনুষ্ঠানে বাড়িতে, উৎসবে, মাইক লাগানো হয় আর সেই মাইক যখন সকাল থেকে অকারণে কেউ বাজায়, বাড়ির ছেলেমেয়েরা মিলে চেঁচামেচি করে, কেউ খ্যান খ্যানে গলায় গান গায়, কীর্তন করে, এলোমেলো ভিত্তিহীন সাপব্যাঙের গল্প শোনায় হেঁড়ে গলায় তখন নিঃসন্দেহে তা অসহ্য ও বিরক্তিকরভাবে সমাজে প্রভাব ফেলে। যে কোনদিন নিজের ঘরে গান গায়নি, গান শেখেনি, ঠাকুরের কথা বলেনি, শোনেনি, পড়েনি সেই ব্যক্তি যদি গান গায়, বক্তব্য রাখে তাও আবার মাইকে তাহলে যা হবার তাই হয়! বিরোধীরা সুযোগ পায় তেড়েফুঁড়ে উঠে তাদের বুকের ভিতর জমিয়ে রাখা বিষ উগলে দিতে। আর মাইক বা চোঙ লাইটপোষ্টে লাগালে তা কানের মধ্যে প্রবল ধাক্কা মারে। কারণ সেই আওয়াজ বেরিয়ে যেতে পারে না, বাঁধা পরে যায় চারপাশের গজিয়ে ওঠা ফ্ল্যাটে। এখন আর কোথাও ফাঁকা জায়গা নেই। চতুর্দিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, ফ্ল্যাট আর ফ্ল্যাট!!!!! তাই মাইক লাগাবার সময় পরিস্থিতি, পরিবেশের কথা মাথায় রেখে উঁচু জায়গায়, ফ্ল্যাটের মাথায় মাইক লাগাতে হবে, বাজাতে হবে, নিচে অনুষ্ঠানের জায়গায় বক্স লাগাতে হবে, পরিমিত সাউন্ড দিতে হবে, রাস্তায় লাইট পোষ্টে মাইক না বাঁধায় ভালো, নির্দিষ্ট একটা সময়ে, একটা সময় পর্যন্ত বাজাতে হবে। ভালো ভালো গান, ভালো শিল্পীদের দিয়ে গাওয়াতে হবে, যথেষ্ট ঠাকুর সম্পর্কে জ্ঞানের অধিকারী ভক্ত মানুষকে দিয়ে বক্তব্য রাখাতে হবে আর নতুবা মাইক বিহীন সৎসঙ্গ করতে হবে। পরিবেশ-পরিস্থিতিকে অবজ্ঞা করার কথা ঠাকুর নিষেধ করেছেন। সবসময় বলেছেন পরিবেশের দিকে, পরিস্থিতির দিকে কঠোর তীক্ষ্ণ নজর দিতে, নজর রাখতে।
এইসমস্ত মানুষ যারা প্রতিবাদে সামিল হয়েছে তারা ভোটের সময় বা অন্য কোনও রাজনৈতিক বক্তৃতার সময় প্রতিবাদের মুখ খোলে না। খুলতে সাহস পায় না। অথচ এরাই শব্দদূষণ-এর প্রতিবাদের নামে অজুহাত কে হাতিয়ার ক'রে ঠাকুর অনুকূলের বিরুদ্ধে বিষোদগার করে। এদের মধ্যে তীব্র ধর্ম, ঈশ্বর, ঠাকুর বিরোধী ছাড়াও অনেক অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের অনুগামীও আছে। তারা সৎসঙ্গের ব্যাপক বিস্তারে কাতর, হিংসায় জর্জরিত! অনেক আছে অন্যের কথায় প্রভাবিত। কোনও খবর না রেখেই, তথ্য ও প্রত্যক্ষ পর্যবেক্ষণ ছাড়াই চিল কান নিয়ে গ্যাছে শুনে কানে হাত না দিয়ে চিলের পিছনে ছোটার মত ঠাকুর ও ঠাকুর পরিবারের বিরুদ্ধে, সৎসঙ্গের বিরুদ্ধে, উৎসবের বিরুদ্ধে কথা বলে, ঈর্ষাকাতর হ'য়ে মিথ্যে প্রোপাগান্ডা করে রাজনৈতিক দলের প্রোপাগান্ডার মত উদ্দেশ্যপ্রণোদিতভাবেই!!!
তাই আসুন আমরা এমনভাবে চলি যাতে এরা সুযোগ না পায় আর এদের কথার উত্তর না দিয়ে আমার ঠাকুরের চাহিদা মত আমার জীবনটাকেই এদের প্রশ্নের উত্তর ক'রে তুলি। ভেবে পা ফেলি, চারপাশের পরিবেশের কথা ভেবে সময় নির্বাচন করি। একটা উদাহরণ দিই, গত লোকসভা ভোটের সময় আমরা ভদ্রকালী সৎসঙ্গ কেন্দ্র ও খড়দহ সৎসঙ্গ কেন্দ্রের মাসিক অনুষ্ঠান বন্ধ রেখেছিলাম। কারণ টানা ভোট প্রচারের মাইকের আওয়াজে আর বাজির আওয়াজে মানুষ তিতিবিরক্ত হ'য়ে গিয়েছিল কিন্তু ভয়ে মুখ ফুটে কেউ কিছু বলতে পারে নি, পারে না। সেই কথা বিবেচনা ক'রে আমরা দুটো কেন্দ্রের পক্ষ থেকে ভোটের সময়ের মাসিক 'বিশেষ সৎসঙ্গ' বন্ধ রেখেছিলাম কিন্তু আমাদেরই পাশের একটি কেন্দ্র লোকসভা ভোটের যেদিন ডেট ছিল এই অঞ্চলে তার পরদিনই বড় ক'রে সৎসঙ্গের আয়োজন করেছিল। কিন্তু আয়োজকরা অনুষ্ঠান শেষে আর ফিডব্যাক নেয়নি যে অনুষ্ঠানের প্রতিক্রিয়া কি!? এরা ফিডব্যাক নেওয়া তো দূরের কথা ফিডব্যাক নেওয়ার কথায় মাথায় আসে না। ফলস্বরূপ এইসমস্ত অতি উৎসাহী গুরুভাইরা জানতেই পারেনি যে কি অকথ্য কুকথ্য ভাষায় প্রতিকূল ঠাকুর ব'লে গালাগালি করেছে উৎসব স্থলের বাইরে রাস্তায় অবস্থানরত লোকজন, দোকানদার, আশপাশের বাড়ির মানুষজন!!!!!! উৎসব বা অনুষ্ঠান শেষে ড্যাং ড্যাং ক'রে নিজেরাই আনন্দে মনে মনে মনকলা খেতে খেতে চলে গিয়েছিল উৎসবের আয়োজনকারীরা।
যাই হ'ক, এইসমস্ত ফেসবুকে কুৎসকারীদের সঙ্গে আলোচনায় যেন আমরা না যায়, উত্তর দিলেও উত্তরকে সংযত ও যুক্তিনির্ভর যেন ক'রে তুলি। বাবাইদাদার কথামত নিন্দা, কুৎসা-কে তাচ্ছিল্যে ভরিয়ে দিন। জয়গুরু।
--------------প্রবি।
No comments:
Post a Comment