Powered By Blogger

Friday, January 10, 2020

কবিতাঃ ষড়যন্ত্র!!!!!!!

দিকে দিকে শুনি ওই, শুনি উচ্ছৃঙ্খলতার জয়ধ্বনি!
বুক করে দুরুদুরু দেখে আকাশে-বাতাসে, জলে-স্থলে-অন্তরীক্ষে,
পাহাড়ে-পর্বতে, শহরে-নগরে, বনে বনান্তরে
বিশৃঙ্খলতার উৎসাহ-উদ্দীপনার খনি!!
ষড়যন্ত্রের হাপড় টেনে সকাল থেকে রাত
চক্রান্তের আগুন বমি দেয় উগরে পোড়ায় বরাত!
দুরাত্মা আজ মহাত্মা সেজে বসে রাজসভায়!
মহাত্মার স্থান আজ পায়ে, আস্তাকুঁড়ে পথের কিনারায়!
কে দুরাত্মা, কে মহাত্মা বোঝা বড় দায়!!
দুরাত্মার নামে রাস্তা মহাত্মা গালি খায়!
দানবের জন্য মানব অধিকার কোন মানব (?) চায়!?
দানব-মানব আজ একাকার হায়!!
কাল যে জেলের ভিতর আজ সে রাজসভায়!
আলো ক'রে বসে আসর ছড়িয়ে কালো রোশনাই!!
আর আজ যে মগ্ন বাঁচা-বাড়ার মহান যজ্ঞে!
কাল সে নিশ্চিত ষড়যন্ত্রের খোঁড়া অন্ধকার গভীর গর্তে!!
চরিত্র যার পিচ তুল্য কালো সে চরিত্রের কথা কয়!?
চরিত্রের ধ্বজা তুলে হাঁক পারে যে সেই চরিত্রবানে ভয়!!
কার কাছে যাবে আজ কে দেবে বিপদে সাহারা!?
সাহারা আজ মরুভূমি তৃষ্ণায় বুক ফেটে যাবে নিশ্চিত মারা!
আজ বিশ্বাস হয়েছে রেপড ধূলিসাৎ প্রত্যয়!
কেউ নেই পাশে, নেই কেউ দিতে বিপদে বরাভয়।
ঈশ্বর আজ শক্তিহীন নেই তাঁর কোনও ক্ষমতা
বাঁচাতে-বাড়াতে সংকট মোছাতে নেই কোনও মমতা!
কলির শেষে আসছে ওই হাঁকছে ঘোর কলি!
মুন্ডমালার পাহাড় জাগে জাগে রক্ত নদী খালি!!
হে জীবন্ত! হে রক্তমাংসের জীবন্ত ঈশ্বর!
তুমি আমার রক্ত রাঙা পথের নেশা গো!
তোমার চলন পূজার ভস্ম মাখি চরণ পূজা ভুলে গো!!
-----------প্রবি।

No comments:

Post a Comment