এগুলি কোন দলের জনগণ যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে!? এগুলি কোন জনগণ যারা ভোট দিয়ে বিজেপিকে ঝাড়খণ্ড নির্বাচনে পরাস্ত ক'রে আদর্শগতভাবে বিরোধ সর্বস্ব দলগুলির জোটকে জিতিয়ে এনেছে!? জানতে ইচ্ছে করে! তাহ'লে লোকসভা ভোটে যে সংখ্যাগরিষ্ঠ জনগণ বিজেপিকে জিতিয়ে এনেছিল তারা কি ভুল করেছিল!? জানতে ইচ্ছা করে, আজ যারা বিজেপিকে হারিয়েছে তারা একক শক্তিতে কেন জিততে পারে না!? আদর্শগত বিরোধ যাদের মজ্জাগত তারা কি ক'রে একজোট হয়!? কেন হয়!? কোন জনগণকে অভিনন্দন জানাবো আমরা যারা নেতাদের উস্কানিতে নিজেদের মধ্যে লড়াই করে আবার নেতাদের বানানো চাটনি খেয়ে এক হ'য়ে বৃহৎ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নেতাদের রক্ষা করতে, সেই জনগণকে অভিনন্দন জানাবো!? জনগণকেই যদি অভিনন্দন জানাতে হয় তাহ'লে ভারতের জনগণই তো বিজেপিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে গনতান্ত্রিক দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে তাহ'লে সেই জনগণকে অভিনন্দন নয় কেন!? জনগণকে অভিনন্দন-এর বেলায় পক্ষপাতিত্ব কেন!? কেন নিরপেক্ষ নয়!? এই জনগণই যখন লোকসভায় বিপুল ভোটে জিতিয়ে এনেছিল বিজেপিকে তখন মোদী বিরোধী সমস্ত দলগুলির সমস্ত নেতা ঐক্যবদ্ধভাবে বলেছিল জনগণ ভুল করেছে আর আজ সেই জনগণ যখন পাল্টে যায় তখন আবার নেতারা পাল্টি খেয়ে উল্টো সুরে সেই জনগণের জয়গান গায়! কেন!? আমার কাছে জনাদেশ আগে তা সেই জনাদেশ ভুল হ'ক আর ঠিক হ'ক!!! আর জনাদেশ কবে কোথায় 100% ঠিক হয়েছে!? আমজনতা কোন দেশে কবে কায়েমী স্বার্থরক্ষাকারীদের রাজনীতির জটিল চাল বুঝতে পেরেছে!? আমজনতা কবে রাজনীতির ক্ষমতা দখলের ব্যাপারীদের ব্যাপার-স্যাপার বুঝতে পেরেছে!? আমজনতা কবে ঐক্যবদ্ধভাবে, সচেতনভাবে দূরদৃষ্টির ওপর দাঁড়িয়ে প্রজ্ঞার সাথে অসৎ শক্তিকে পরাস্ত করতে পেরেছে!? কেউ কি বলতে পারবেন কবে কখন কোথায়!?!?!?!?!?
No comments:
Post a Comment