চারপাশে শুধুই মারদাঙ্গা আর হিংসা দেখে দেখে
ক্লান্ত লাগে নিজেকে। না পারলাম বাঁচতে-বাঁচাতে,
না পারলাম মান যশ, না পারলাম অর্থ কামাতে।
দিয়ে গেলাম শুধুই পেলাম না কিছুই!
বেগার খেটে ম'লাম বাড়ির খেয়ে মোষ তাড়াতে!
বাড়ির খেয়ে তাড়াতে মোষ হ'লাম ক্ষতবিক্ষত!
নিজের লোকেই মারলো গুঁতো ছুতোনাতায় অনবরত!
তবুও তাড়িয়ে এনে মোষ রাখলাম বেঁধে যেই বারান্দায়
কথা নেই বার্তা নেই নেপোয় দই মেরে দিয়ে যায়!
করবে না নিজে কিছুই ভর দিয়ে কাঁধে দাঁড়াবে
স্বার্থে টান পড়লে পরেই পা দিয়ে সেই কাঁধ মারাবে!
চারপাশে শুধু হিংসা আর পরনিন্দা পরচর্চা!
মানসিক অখাদ্য-কুখাদ্য খেয়েই জীবন হ'লো খরচা।
চিল নিয়ে গ্যাছে কান, শুনে চিলের পিছনে ছুটবে
তবু দেবে না কানে হাত! সমালোচনার দাঁড় যাবে টেনে
একই জায়গায় সকাল থেকে রাত অসত্যের পায়ে মাথা খুঁটবে!
কথা তো নয় যেন সাপ, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর
মুখ দিয়ে বেরিয়ে চলেছে হিংসা, নিন্দা, কুৎসার সমুদ্দুর!
চিমটি কাটার সুযোগ খোঁজে সকাল থেকে রাত
এমনি ভাবেই বেলা গেল হ'লো জীবন বরবাদ!
যার হাত ধ'রে উঠলো ওপরে
ক্লান্ত লাগে নিজেকে। না পারলাম বাঁচতে-বাঁচাতে,
না পারলাম মান যশ, না পারলাম অর্থ কামাতে।
দিয়ে গেলাম শুধুই পেলাম না কিছুই!
বেগার খেটে ম'লাম বাড়ির খেয়ে মোষ তাড়াতে!
বাড়ির খেয়ে তাড়াতে মোষ হ'লাম ক্ষতবিক্ষত!
নিজের লোকেই মারলো গুঁতো ছুতোনাতায় অনবরত!
তবুও তাড়িয়ে এনে মোষ রাখলাম বেঁধে যেই বারান্দায়
কথা নেই বার্তা নেই নেপোয় দই মেরে দিয়ে যায়!
করবে না নিজে কিছুই ভর দিয়ে কাঁধে দাঁড়াবে
স্বার্থে টান পড়লে পরেই পা দিয়ে সেই কাঁধ মারাবে!
চারপাশে শুধু হিংসা আর পরনিন্দা পরচর্চা!
মানসিক অখাদ্য-কুখাদ্য খেয়েই জীবন হ'লো খরচা।
চিল নিয়ে গ্যাছে কান, শুনে চিলের পিছনে ছুটবে
তবু দেবে না কানে হাত! সমালোচনার দাঁড় যাবে টেনে
একই জায়গায় সকাল থেকে রাত অসত্যের পায়ে মাথা খুঁটবে!
কথা তো নয় যেন সাপ, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর
মুখ দিয়ে বেরিয়ে চলেছে হিংসা, নিন্দা, কুৎসার সমুদ্দুর!
চিমটি কাটার সুযোগ খোঁজে সকাল থেকে রাত
এমনি ভাবেই বেলা গেল হ'লো জীবন বরবাদ!
যার হাত ধ'রে উঠলো ওপরে
তাকেই ফেলে প্রথমে ধাক্কা দিয়ে নীচে;
বাড়ির খেয়ে শুধু শুধুই বনের মোষ তাড়ালাম মিছে!
যার জন্য করলাম চুরি দিনশেষে সেই বলে চোর!
হামাগুড়ি দেওয়া লোক হাত ধ'রে দাঁড়িয়ে উঠেই
'ভাগ শালা' ব'লে দেয় দৌড়!
চারপাশে শুধু কানাকানি হানাহানি আর মিথ্যের বড়াই
লম্প দিয়ে মারছে ঝম্প করতে সত্যের বিরুদ্ধে লড়াই!
চারপাশে সবাই পরস্পর পরস্পরকে উদ্যত মারতে থাবা
যাক, যা হচ্ছে হ'ক চারপাশে হ'য়ে যাই বাবা, মৌনী বাবা!
বাড়ির খেয়ে শুধু শুধুই বনের মোষ তাড়ালাম মিছে!
যার জন্য করলাম চুরি দিনশেষে সেই বলে চোর!
হামাগুড়ি দেওয়া লোক হাত ধ'রে দাঁড়িয়ে উঠেই
'ভাগ শালা' ব'লে দেয় দৌড়!
চারপাশে শুধু কানাকানি হানাহানি আর মিথ্যের বড়াই
লম্প দিয়ে মারছে ঝম্প করতে সত্যের বিরুদ্ধে লড়াই!
চারপাশে সবাই পরস্পর পরস্পরকে উদ্যত মারতে থাবা
যাক, যা হচ্ছে হ'ক চারপাশে হ'য়ে যাই বাবা, মৌনী বাবা!
No comments:
Post a Comment