আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের মনে হিন্দমোটর নিয়ে নানা
প্রশ্ন ওঠার জন্য। আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমি "হিন্দমোটর একটি স্বপ্নের মৃত্যু-১, ২,৩.....
সীরিয়্যালি তুলে ধ'রে বিশ্লেষন করার চেষ্টা করেছি ও করছি। বিশাল অটোমোবাইল কারখানার জীবন ও চরিত্র ভয়ংকর জটিল
ও রহস্যময়। ভারতের সবচেয়ে complicated state পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের সবচেয়ে complicated and misty as well as mysterious Factory হ’ল হিন্দুস্তান মোটর্স। সীরিয়্যালি বিশ্লেষনের মধ্যে
দিয়ে কারখানার পরিণতি, মালিকের মানসিকতা, ম্যানেজমেন্টের কর্ম
পদ্ধতি ও উদ্দেশ্য, ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক দলগুলির ভুমিকা, শ্রমিকদের ভবিষ্যত ইত্যাদি সম্বন্ধে আমার সামান্য জ্ঞান, উপলব্ধি, অনুভুতি ও অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করছি
মাত্র। আপনারা "হিন্দমোটর একটি স্বপ্নের মৃত্যু-১, ২, ৩, ৪..... পড়ার মধ্যে দিয়ে আপনাদের প্রশ্ন "কারা এর জন্য দায়ী"-এর একটা পরিষ্কার ছবি পেয়ে যাবেন। এই লেখা শুধুমাত্র ভবিষ্যত মালিক, শ্রমিক, রাজনৈতিক নেতা, ইউনিয়ন ও দল এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে সচেতন ও সতর্ক করার জন্য
এবং সবাইকে অবগত
করার জন্য।
Written on 10th June
Written on 10th June
No comments:
Post a Comment