Powered By Blogger

Saturday, August 23, 2014

ভুল, ভুল, ভুল!!!!!!!!!



আমার সেই বন্ধুদের প্রতি-------------------------------

ভুল, ভুল, ভুল!!!!!!!!!!!!!!!!!!!!!! সবই ভুল বন্ধু আমার আল্লা কাউকে কম, কাউকে বেশী দেয়নি বন্ধু হ্যাঁ, তবে জন্ম বিজ্ঞান বলে একটা বিজ্ঞান আছে যেটা সৃষ্টির শ্রেষ্ট জীব মানুষ তার আধা জ্ঞানের অহঙ্কারে মানতে চায় না খোদার ওপর খোদগারি করা এই আধাজ্ঞানী মানুষের জন্মগত স্বভাব, যে স্বভাব রক্তের দোষের কারণে মজ্জাগত 'য়ে গেছে এই অল্পজ্ঞানী, আধাজ্ঞানী পন্ডিত, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, সমাজকো বদল ডালোর পূজারী মানুষেরা পশুর ক্ষেত্রে জন্ম বিজ্ঞান মানে কিন্তু নিজেদের বেলায় অর্থাৎ মানুষের জন্মের ক্ষেত্রে জন্ম বিজ্ঞান মানে না যাই হোক কঠিন জন্ম বিজ্ঞান বা জীবন দর্শন প্রসঙ্গে চলে গেছিলাম সহজ করে বলতে পারি রবীন্দ্রনাথ, নজরুলরা জন্মায় 'ষে মেঝে পরিশ্রম 'রে রবীন্দ্রনাথ বা নজরুল হওয়া যায় না, কিন্তু স্কুলের হেডমাষ্টার হওয়া যায় এটা নিশ্চয়ই 'রে বলতে পারি যদি সব জন্মগত ' তাহ'লে সবাই 'আমার সেই ক্ষমতা বা গুণ নেই' বলে হাত পা গুটিয়ে বসে থাকতো তাই সংস্কার যেমন আছে ঠিক তেমনি পরিশ্রম, চেষ্টা 'লে একটা কথা আছে আর সেটার ওপরই জোর দেওয়া হয় জোর দেওয়া উচিত তাই বলি, বাজাতে বাজাতে যেমন বায়েন, গাইতে গাইতে যেমন গায়েন ঠিক তেমনি লিখতে লিখতে দেখবেন একদিন লেখক 'য়ে গেছেন লেখক হবার মানসিকতা নিয়ে লিখতে যাবেন না কিছু ছোট ছোট 'রে লিখে যান, যেমন এই comments গুলি করছেন, ঠিক তেমনি নানারকম বিষয় আছে আপনার চারপাশে সেগুলি ধরে ধরে ছোট ছোট 'রে লিখে ফেলে দিন আপনার Timiline- বা comments box- দেখবেন আপনার অজান্তে আপনার হাতের ক্ষমতা, আপনার হাতের কলম কথা বলতে শুরু 'রে দিয়েছে আর হঠাৎ একদিন সুন্দর সকালে দেখবেন আপনি নিজেকে অন্যরকম ভাবে আবিষ্কার করেছেন অসম্ভব 'লে কোন কথা নেই এই পৃথিবীতে ঠিক তেমনি আপনার জীবনের অভিধানেও(Dictionary) অসম্ভব 'লে কিছু রাখবেন না আল্লা হো আকবর 'লে শুরু 'রে দিন আর পিছন ফিরে তাকাবেন না আমি নিশ্চয়ই 'রে বলছি জয় আপনার হবেই হবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


No comments:

Post a Comment