"হিন্দমোটর একটি স্বপ্নের মৃত্যু ১,২,৩......" সীরিয়্যাল post-এর জন্য FB ও FB-এর বাইরে শুভবুদ্ধিসম্পন্ন সমাজ
সচেতন বহু মানুষের এবং কারখানার সঙ্গে যুক্ত অতীত ও বর্তমান বহু শ্রমিক-কর্মচারীর সাক্ষাতে ও টেলিফোনে ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন আমাকে
অনুপ্রাণিত করেছে এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষনের জন্য। নিঃসন্দেহে এক নিদারুণ কঠিন কাজ। কিন্তু প্রকৃত সমাজ সচেতন
মানুষ ও অতীত
ও বর্তমান ভুক্তভোগী কারখানার শ্রমিক-কর্মচারীর একান্ত অনুরোধ এতবড়
স্বয়ং সম্পুর্ণ 'টাইটানিক' 'অটোমোবাইল কারখানার মৃত্যুর কারণ
কি এবং কার দোষ' এ সম্পর্কে আলোকপাত করার জন্য। প্রথমেই বলে রাখি
আমি, এতবড় জটিল
ও রহস্যপুর্ণ আভ্যন্তরীণ বিষয়ে
আলোকপাত করা আমার
পক্ষে ভীষণ কষ্টের। তবুও
আমার একান্ত নিজের
তাগিদেই এবং বন্ধু,
ভুক্তভোগী শ্রমিক-কর্মচারী ও শুভানুধ্যায়ী সমাজ সচেতন মানুষের অনুরোধে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে আমার জ্ঞান, উপলব্ধি, অনুভুতি, অভিজ্ঞতা আমি তুলে
ধরার চেষ্টা করছি
মাত্র।
Written on 10th June.
Written on 10th June.
No comments:
Post a Comment