আদিম
খেলা!!!
প্রকাশ বিশ্বাস।
এ-বিশ্বে
ক-অ-ত খেলা!
আদিম
খেলা কি?
জীবন
নিয়ে ছিনিমিনি
আর
হত্যার চুলকুনি;
যাকে
বলে ‘মারণ খেলা’!
অসভ্য
থেকে সভ্য
জগৎ
জুড়ে জনপ্রিয় আদিম এই খেলার
পরম্পরাগত
প্রথার ঝলকানি!
দেখে
গর্বিত
উলঙ্গ রাজা!
গর্বিত
পোশাকি ঐতিহ্যবাদী!!
আদিম
এ-খেলায় রক্তে জাগে শিহরণ!
নয়নতারায়
নিত্য মৃত্যু করে নৃত্য!
উত্তেজনা
ওঠে তুঙ্গে!
এ
মৃত্যু মৃত্যু হ’লেও নয় মৃত্যু!
এ
সময়ের অনেক আগে চলে যাওয়া।
হত্যার
দানবীয় উল্লাসে!
লাভপুর
থেকে গাজা মৃত্যুর বিভীষিকা
একই
খেলা ঘটে চলে আদি থেকে
আজবধি
অন্তহীন দ্বিধাহীন চিত্তে!
দেশে
দেশান্তরে, গ্রামে-গঞ্জে,
শহরে-নগরে,
গৃহের অভ্যন্তরে
পৈশাচিক
উল্লাসে সরোবে নীরবে!!
উত্তেজিত
মস্তিষ্কে, বৃথা আড়ম্বরের কল্পনায়
প্রতিবাদ,
বিদ্রোহ, বিপ্লব ঝরে পড়ে
কবিতায়,
উপন্যাস আর গল্পে;
ঝোড়ো
গণ জাগরণ গড়ে তোলে
প্রতিরোধের বৃথা প্রাচীর মাঠে-ময়দানে
পথে-প্রান্তরে
সিনেমায় চিত্রশিল্পে!
হত্যার
এ বিশ্ব নতুন দেখা না-কি!!!
না-কি
দেখা বয়ে যাওয়া রক্তস্রোতের নদী!?
চুপিসারে
হায়! হামাগুড়ি পায়,
আমার
তোমার সত্তায় হানা দিয়ে যায়!!!!!
সে-কে?
কি চায়?
তা’
আমি জানি না-কি???
না-কি
জানো না তুমি?
সত্তার
মাঝে নিঃশব্দে, সংগোপনে
লোকচক্ষুর
আড়ালে গুটিগুটি পায়
হানাদার
হানা দিয়ে যায়!
হত্যার
হাতে-খড়ি দেবে বলে!
বিবেককে
ক’রে খুন ঢেলে দেয় বিষ
অবলীলায়
অবহেলায় মনের কোণে।
প্রতিনিয়ত
ভ্রুণ হয়না কি খুন?
তা-কি
মৃত্যু! নয় কি হত্যা!?
ভ্রুণ
হত্যা সফিষ্টিকেটেড মানসিকতা
জন্ম
যার শিক্ষা আর সভ্যতার অন্তঃপুরে;
আর
সুবাস ছড়িয়ে পড়ে চৌকাঠ পেরিয়ে
লাভপুর
থেকে গাজা এ বিশ্ব চরাচরে।
এসো,
দেখি, আয়নায় নিজের মুখটা একবার
হত্যার
বীজ হয়নি তো বপন,
শরীরে
বাড়িছে না-তো সে
গোপনে,
অতি সন্তর্পনে
অন্তরে
তোমার আমার!?
No comments:
Post a Comment