Powered By Blogger

Friday, August 22, 2014

ছিন্ন হইল বন্ধন কার!!



অসাধারণ ছবি!!!!!!!!!!!!!!!! বাংলাদেশের ছবিটা মনটাকে সবুজ 'রে দিল একেবারে ছবিটা আমাকে হারানো দিন ফিরে পাবার আকাঙ্ক্ষায় আকুল 'রে তুলল! ঘরের জন্য মনটা কেমন করছে! মন বলছে বারবার, ফিরে চল মন নিজ নিকেতনে!!! স্মৃতিবেদনাতুর আমি কোনোদিনই দেখিনি আমার মায়ের, পিতৃদেবের দেশ, গ্রাম! শুনেছি অনেক কথা তাদের আমার গুরুজনদের কাছে আমার মায়ের, পিতৃদেবের জন্মভুমি, দেশবাড়ি সম্পর্কে! কিন্তু দেখা হয়নি কোনোদিনই সেই স্বাধীনতার সময়ে চলে এসেছিল -বাংলায় আমার জন্মদাতা-দাত্রী! তাই মন বলে, '-বাংলায় জন্ম আমার, বাংলায় জন্ম মা-, দু-বাংলায় দুজনার জন্ম,
ছিন্ন হইল বন্ধন কার'! মনে হচ্ছে নৌকো 'রে চলে যায় ওপারে গাছগাছালিতে ঘেরা নিরালা নিবেশে যেখানে বাঁধা আছে আমার প্রাণভোমরা! কি সুন্দর ছবি!!!!!চারপাশে সবুজায়নের মাঝখান দিয়ে একদৃষ্টে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে অতীত আর্তি আমায় আলটপকা বুকের ভেতরটা খামচে ধরে, মাথার মধ্যে ঢুকে যায় গভীর শুন্যতা, নীল আকাশ!!!!!!!!!!!!!!

এই ছবি আমায় মনে পড়িয়ে দিল জীবনানন্দ দাশ-কে! এমনিতে দিনগত পাপক্ষয়ের মাঝে মনে পড়ে না বাংলার 'জীবন' জীবনানন্দকে! তাই সবার জন্য কবির কবিতাটার কয়েক লাইন তুলে দিলাম


"বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েলপাখিচারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জামবটকাঠালেরহিজলেরঅশখের করে আছে চুপ; ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে; মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজলবটতমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ"

No comments:

Post a Comment