Powered By Blogger

Monday, June 10, 2024

গানঃ আসন সাজাও, রাধাস্বামী গাও।

আসন সাজাও, রাধাস্বামী গা্‌ও
নামের বাদাম তুলে সবাই দয়াল ধামে যাও,
নাম ধ্যান করলে পরে জাগে চেতন স্মৃতি
নামাবলী জড়িয়ে প্রাণে আনন্দে মাতি।

দয়াল্প্রভু মাথার পরে, দয়াল প্রভু মাথার পরে
আর নামের নিশান মাথায় নাও।
নামের বাদাম তুলে সবাই দয়াল ধামে যাও,
আসন সাজাও, রাধাস্বামী গা্‌ও
নামের বাদাম তুলে সবাই দয়াল ধামে যাও,

রাধাস্বামী নামটি তুমি জপ দিনে রাতে
রোগ শোক দুঃখ জ্বালা যাবে মিটে তা'তে
নামধ্যান করলে পরে, নামধ্যান করলে পরে
বৃত্তি ভয় হবে উধাও।
নামের বাদাম তুলে সবাই দয়াল ধামে যাও,
আসন সাজাও, রাধাস্বামী গা্‌ও,
নামের বাদাম তুলে সবাই দয়াল ধামে যাও.
( 'শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও' সুরে )



No comments:

Post a Comment