Sunday, June 9, 2024
আত্মকথন ১
যত অপমান আমার সোনার সৎসঙ্গীদের কাছে পেয়েছি তার সামান্যটুকুও সাহস পায়নি আমার যৌবন থেকে আজ এইবয়স পর্যন্ত অন্য কোনও ক্ষেত্রে কেউ। কর্মক্ষেত্রে ব্যাক স্ট্যাব হয়েছি জয়েনিং ডেট থেকে চাকরী অবসরের ৫ বছর আগে পর্যন্ত। শেষে চাকরী থেকে রিজাইন দিয়ে চলে এসেছি। রাজনীতিতে লেগ পুলিং হয়েছি আর যাদের উত্থানের মই হয়েছি তারাই উপরে উঠে যাবার পরই লেগ পুশ করেছে ভয়ঙ্করভাবে। শ্রীশ্রীআচার্যদেবের নির্দেশে রাজনীতি থেকে ২০১৭ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছি পুরোপুরিভাবে আজ। উদ্দাম যৌবনের সময় থেকে শিক্ষা, ক্রীড়া, অভিনয়, রাজনীতি ইত্যাদি জীবনের সর্বক্ষেত্রে বিশেষ ক'রে সৎসঙ্গের দরবারে সেই ১৯৭৯ থেকে আজ পর্যন্ত শ্রীশ্রীঠাকুরের "ছোটোকে বড় করো আর বড়োকে করো আরও বড়" তত্ত্বের ওপর দাঁড়িয়ে চলেছি অথচ সেখানেই ছোটো বড় হ'য়ে আর বড় আরো বড় হ'য়ে আফজল খাঁয়ের মতো আস্তিনের তলায় লুকোনো খঞ্জর দিয়ে করেছে সবেগে আঘাত কিছু বুঝে ওঠার আগেই। শিবাজীর মতো পারিনি সামান্য নিজের নখ দিয়েও আঁচড়াতে; বাঘনখ তো দূরের কথা। এই সময়ের অচল আমি আজও সচল আছি দয়ালের দয়ায়। ( লেখা ৯ই জুন, ২০২৩)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment