আবার এসো বন্ধু! ফিরে এসো। রাখো হাতে হাত ।
বৃত্তি-প্রবৃত্তির বৃত্তে পিষ্ট হয়েছে অমূল্য যত সময়
তা পিছনে থাক, থাক পড়ে থাক।
তমসার পার অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ
ইষ্টপ্রতীকে হ'য়ে আবির্ভূত দিচ্ছে তোমায় ডাক।
এসো, রাখো হাতে হাত!
অকারণ দ্বন্দ্ব আর মিথ্যের কায়ার ছত্রছায়ায়
কাটিয়েছো কত হাওয়াহীন গুমোট সকাল
অলীক মায়াময় স্যাঁতস্যাঁতে রাত!
সময় ঘড়ি ক'রে টিক টিক বলছে, 'ঠিক, ঠিক!
জীবনের মূল্যবান সময় হয়েছে হচ্ছে বেহাত!
জীবন সূর্য পাটে যাবার সময় হয়েছে শুরু
বুক দুরুদুরু! কত যে গেছে চলে এ পারের
ঠিকানা ছেড়ে পরপারে বরাবরের তরে
এ পারের যাত্রা শেষ ক'রে।
তুমি কি আর পাবে তারে?
লাইনে তুমিও আছো, আমিও আছি কাছাকাছি
পাশাপাশি হাত ধরাধরি ক'রে মৃত্যুর পারে।
তবুও সে কথা ভুলে অলীক মায়ার মোহন বাঁশির সুরে
ছুটে চলেছো পথ ভুলে বন্ধু ক্লান্তিহীন শ্রান্তিহীন পথ
নকলেতে মজিয়ে মন ভুলকে সাথী ক'রে!?
এসো বন্ধু! ফিরে এসো! ঘুম ভাঙো!
ভাঙো ঘুম অলীক মায়ার!!
হাত ধরাধরি ক'রে চলো যাই চলে যাই দুই ভাই
মত আর মাথাতে হ'য়ে একাকার!
(লেখা ২৯শে জুন, ২০২১)
No comments:
Post a Comment