Powered By Blogger

Friday, June 28, 2024

বিচিত্রা ৮

মাঝে মাঝে মন বলে,
বাঁচিতে চাহি না আমি আর এই কুৎসিত ভুবনে;
দানবের মাঝে আমি বাঁচিবারে না চাই।
এত বন্ধু, এত প্রিয়জন,
তবুও কেন যেন লাগে বড় একা
আর চারপাশে গভীর শূন্যতা!
মন বলে,
বন্ধু বড় কষ্ট বেঁচে থাকা বুকে নিয়ে এই ব্যথা।
যার দ্বারা তোমার বাঁচা বাড়া থাকে অক্ষুন্ন,
চলে এগিয়ে জীবন তাকে তোমার ক্ষুদ্র স্বার্থবুদ্ধির তাগিদে
ত্যাগ ক'রো না, ক'রো না ক্ষুণ্ণ।
ভবিষ্যৎ দেখতে পাচ্ছো না; সাবধান হও!
বর্তমানের মধ্যে তোমার ভবিষ্যৎ রয়েছে লুকিয়ে,
তুমি সতর্ক নও, এখন যদি জানলে তবে সতর্ক হও।
কেউ কাউকে কোনওদিন রাখেনি মনে, রাখে না,
তোমাকেও রাখবে না! মনে রেখো একথা বন্ধু।
সময় কম!! তাই চলো হাতে হাত রেখে
পার হ'য়ে যায় মহাসিন্ধু!!!
প্রতিমুহূর্তে ভেবে দেখো যা করছো তা ঠিক না ভুল!
ঠিক হ'লে ঠিক, ভুল হ'লে নাও শুধরে;
সকল ভুলের মাঝে আছে নির্ভুল, প্রভু অনুকূল!
বাংলার মাটিতে সবচেয়ে ভালো চাষ কিসের হয়?
কাঁকড়ার চাষ!
কাঁকড়া চাষের সবচেয়ে ভালো বিশেষজ্ঞ চাষী কে?
স্বনামধন্য বিশ্ববরেণ্য বাঙালি!!
সমস্ত পৃথিবী জুড়ে চলছে ক্ষমতা দখলের
এক ভয়ঙ্কর ঘৃণ্য খেলা!
ঘোর কলি বলে,
এসো বন্ধু! করি গলাগলি, কোলাকুলি এই বেলা!!
তুমি যে আমার পরম বন্ধু!
এসো পরায় তব গলে বিজয়ীর মালা।
চোখ খুললেই সকাল, দিন শুরু, না খুললেই এই জীবন শেষ,
বলা হবে না তোমায় বন্ধু আর জয়গুরু!!
শয়তানরা বেশী প্রেমের কথা,
ভালোবাসার কথা বলে।
নীতিকথা শয়তানদের বেশী।
Action Zero. কিন্তু তারাই হিরো!
তাই বলি,
শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি।
সাবধান! তুমি ওদিক পানে দিও না বন্ধু দৃষ্টি।

No comments:

Post a Comment